ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

কুম্ভের অর্থব্যয়, কন্যার নতুন সুখবর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
কুম্ভের অর্থব্যয়, কন্যার নতুন সুখবর রাশিফল

 

আজ কেমন যাবে

তারিখ: ২৯/০৯/২০১

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) 

কাজের ক্ষেত্রে বাস্তবোচিত সিদ্ধান্ত আপনাকে সফল করবে। যাত্রাযোগ শুভ।

পথচলতি সমস্যার দিকটি মাথায় থাকা দরকার। অবস্থা বুঝে সিদ্ধান্ত বদলের প্রয়োজন পড়তে পারে। হাল্কা মাপের পারিবারিক সমস্যা সমাধানের কাজে জড়াতে পারেন। প্রেমযোগ ক্ষীণ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৬

                    

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)

আপনার বিশ্লেষণী গুণের কর্মক্ষেত্রে সফল হবেন। কোনো গুরুত্বপূর্ণ আলোচনা আপনার পক্ষে চলে আসতে পারে। যাত্রাযোগ শুভ। অর্থ নষ্টের যোগ। রাতের দিকে পারিবারিক কারণে মনখারাপ হতে পারে। প্রেমযোগ আছে।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯

মিথুন: (২২মে – ২১ জুন)

বুদ্ধির ব্যবহারের ফলে শত্রুকে চিনতে পারবেন। দুপুরের পর সাহায্য করতে কেউ এগিয়ে আসতে পারে। আজকের দিনে আর্থিক লেনদেন যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো অবস্থায় আজকের দিনে ক্ষমতার অপব্যবহার করবেন না। প্রেম ও যাত্রাযোগে মিশ্র ফললাভের সম্ভাবনা।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৮

 

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)

বাধার ফলে প্রয়োজনীয় কাজগুলি করে ফেলতে পারবেন না। কথা বলার সময় সাবধানতা অবলম্বন করুন। কর্মস্থলে উন্নতিমূলক পরিবর্তন বেশ আনন্দই পাবেন। প্রেমের ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করা দরকার। যাত্রাযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭

 

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) 

পরিবারে কথা প্রাধান্য না দিয়ে সমস্যার আকার জটিল করে তুলতে পারেন। যাত্রাযোগে বাধা। কথা দিয়ে সেটা রাখতে না পারা জন্য সমস্যার মুখে পড়তে হতে পারে। প্রেমযোগ শুভ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২

 

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) 

কর্মক্ষেত্রে সঙ্গীর মতের অমিল দেখা দেবে। সমস্যা অনেক দূর গড়াতে পারে। যাত্রাযোগ শুভ। নতুন কোনো সুখবর আসতে পারে। পরিবারের পরিবেশ নিজের অনুকূলে রাখতে গেলে বুদ্ধির ব্যবহার অত্যন্ত জরুরি হয়ে উঠবে। প্রেমযোগ নেই।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯

 

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

আর্থিক বিষয় নিয়ে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা। অন্যমনস্কতার জন্য কাজে ভুল হওয়ার সম্ভাবনা। কোনো বয়স্ক মানুষের দ্বারা সমস্যা দেখা দিতে পারে। প্রেমযোগ আছে। যাত্রাযোগ শুভ।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ২১

 

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

অর্থের অপচয়ে সমস্যায় ভুগতে হবে। অর্থের অভাবে কাজ শেষ করতে সমস্যা হতে পারে। দাম্পত্য জীবন অনুকূলে থাকায় কাজে উদ্যম বজায় থাকবে। প্রেমযোগ শুভ। লোভনীয় উপহার বা কথার ফাঁদে পা দিলে ঠকতে পারেন।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৮

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

আপনাকে অকারণে তোষামোদ করছে এমন মানুষদের থেকে সতর্ক থাকুন। পারিবারিক কোনো ঘটনা আপনার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলবে। রাতে কোনো শুভ খবর আসতে পারে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৩

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) 

রাশিচক্রে গ্রহের বিরূপ অবস্থানের জন্য পারিবারিক পরিবেশ কিছুটা প্রতিকূল হতে পারে। দাম্পত্য জীবন ও প্রেম নিয়ে সতর্ক থাকুন। বিরোধীদের কাজকর্মের ফলে সম্মানহানি হতে পারে। উপযুক্ত ব্যক্তি নির্বাচনে ভুল হওয়ায় সমস্যা বাড়তে পারে।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫

 

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) 

আপনার কাঁধে অপ্রয়োজনীয় দায়িত্ব পড়তে পাড়ে। যাত্রাযোগে বাধা, ফলে সমস্যা হতে পারে। বিভিন্ন ক্ষেত্রে অর্থব্যয় বাড়তে পারে। সন্ধ্যার মধ্যে প্রয়োজনীয় কাজ শেষ করুন। প্রেমযোগ শুভ নয়।

শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা : ৬

 

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

আপনার অন্যায় না থাকলেও অভিযোগের মুখে পড়তে হতে পারে। কোনো স্নেহ ভাজনের আগমনে খুশি হবেন। প্রেম যোগ আছে।
শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১১
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৭
এএ/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।