ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

অপ্রত্যাশিত আর্থিক লাভ ধনুর, সিংহের কর্মসূত্রে ভ্রমণ

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
অপ্রত্যাশিত আর্থিক লাভ ধনুর, সিংহের কর্মসূত্রে ভ্রমণ রাশিফল লোগো

আজ কেমন যাবে
তারিখ- ১৫/১১/২০১৭

...মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) 
প্রেমযোগ শুভ। সারাদিন প্রাণবন্ত থাকবেন।

নতুন কোনও কাজ শুরু করার জন্য অথবা ব্যবসার পরিকল্পনাগুলিকে বাস্তবায়িত করার জন্য দিনটি ভালো। বিনিয়োগ করতে পারেন, তবে অহেতুক খরচের দিকে নজর দিন। অতিরিক্ত খরচ অর্থসংকটে ফেলতে পারে। যাত্রাপথে ভোগান্তি।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩১

...বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) 
প্রেম নিয়ে সমস্যা। সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা। আলোচনা বিতর্কের রূপ নিতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অক্ষমতা। কিছু ঘটনা ক্লান্ত করে তুলবে।  

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ২৫

...মিথুন: (২২মে – ২১ জুন) 
প্রেমযোগ মোটের উপর ভালো। পছন্দের মানুষকে মনের কথা বলার জন্য দিনটি আদর্শ। নতুন কোনো কাজ শুরুর জন্য দিনটি শুভ। জীবনের চাকরি বা ব্যবসা প্রতিটি ক্ষেত্রে সুপ্রভাব লক্ষ্য করতে পারবেন।  

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৯

..কর্কট: (২২ জুন – ২২ জুলাই) 
প্রেমযোগে সমস্যা। পথচলা খুব মসৃণ হবে না। চোখ-কান খোলা রাখুন। এমন কোনো বিবাদে জড়াতে যাবেন না, যেটি আপনার মানসিক শান্তি ও সামাজিক সম্মান নষ্ট করতে পারে। বাড়ির পরিবেশ শান্তিপূর্ণ নাও হতে পারে।  

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ২

...সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
প্রেম নিয়ে মনে নানা প্রশ্ন আসতে পারে। আজ চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। কর্মসূত্রে ভ্রমণের পরিকল্পনা এড়িয়ে চলুন। আর্থিক লেনদেন সন্ধ্যা পর্যন্ত স্থগিত রাখুন। শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো। শিক্ষাক্ষেত্রে ভালো ফল পাবেন। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৬ 

...কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
প্রেমযোগ শুভ। মানসিকভাবে শান্ত ও সুস্থির থাকবেন। কর্মক্ষেত্রেও দিনটি অনুকূল হবে। সহকর্মী, অংশীদার ও ঊর্ধ্বতন সবাই পক্ষে থাকবেন। সারাদিন হাসিখুশি থাকবেন। প্রিয়জনদের সঙ্গে আনন্দমুখর সময় কাটাবেন।  

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ১৫

...তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) 
প্রেমযোগ মিশ্র। কর্মক্ষেত্র ও বাড়িতে অন্যদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার জন্য যে কঠোর পরিশ্রম করেছেন, আজ তাতে সুফল পাবেন। কেনাকাটা বা উপহার পাওয়ার সম্ভাবনা। মনের মানুষকে মনোরঞ্জন করতে ব্যস্ত থাকবেন। গাড়ি অথবা গয়না কেনার পরিকল্পনা। অহেতুক খরচ।

শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা : ৫ 

..বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) 
প্রেমযোগ মিশ্র। শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। অসুস্থতার কারণে খরচ বেড়ে যেতে পারে। নিজের খেয়াল রাখুন। খাওয়া-দাওয়া ও শরীরচর্চার দিকে নজর দিন। মনে রাখবেন সুস্বাস্থ্য মানসিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। নেতিবাচক ও অনৈতিক প্রভাবগুলি থেকে দূরে থাকুন।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ২

...ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) 
প্রেম নিয়ে সমস্যা আসতে পারে। পরিবারের সদস্যরা আপনার পাশে থাকবেন। সবাই একসঙ্গে ভালো সময় কাটাবেন। শরীর মোটামুটি সুস্থ থাকবে। আর্থিকলাভের যোগ বর্তমান। অপ্রত্যাশিত আর্থিক লাভ আপনাকে চমকে দেবে। দিনের শেষে মানসিক চঞ্চলতা বোধ করবেন।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১

...মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
সবকিছুতে সন্তুষ্টি লাভ করবেন। বন্ধুদের থেকে উপহার ও সহকর্মীদের থেকে সাহায্য পাওয়ার আশা করতে পারেন। শরীর ভালো থাকবে ও যাবতীয় জাগতিক সুখ উপভোগ করবেন। কর্মক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় থাকবে। সহকর্মীদের সঙ্গে কোথাও ঘুরতে বা নৈশভোজে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। যাত্রাযোগ শুভ। প্রেমযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১২

...কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
প্রেমযোগ মিশ্র। আত্মসম্মান ও আর্থিক অবস্থার উন্নতি হবে। কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে। ব্যবসায় নতুন কোনো বড় প্রকল্প হাতে আসতে পারে। ব্যবসায় যে কোনো লেনদেন লাভদায়ক হবে। পরিশ্রমের সুফল পাবেন এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নেবেন।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২১

...মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) 
প্রেমের সম্পর্কে হতাশা আসতে পারে। এই হতাশা কাজকর্মেও প্রভাব ফেলতে পারে। অন্যদের সাহায্য করার ব্যাপারে সাবধান থাকুন। টাকা ধার দেওয়া বা নেওয়া থেকে বিরত থাকুন। দাম্পত্য জীবনে অশান্তি।

শুভ রং : আকাশি, শুভ সংখ্যা : ১০

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
এএ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।