ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

প্রেমের প্রস্তাবে সাড়া পাবেন সিংহ

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
প্রেমের প্রস্তাবে সাড়া পাবেন সিংহ রাশিফল

আজ কেমন যাবে
তারিখ- ১৯/১১/২০১৭

মেষমেষ: (২১ মার্চ –২০ এপ্রিল)  
আপনার সৃজনশীলতা আজ বাড়বে। হাতে নেওয়া কাজগুলি নির্ধারিত সময়ের অনেক আগেই শেষ হবে।

জরুরি সিদ্ধান্ত নিতে পারেন। যাত্রাযোগ শুভ। প্রেমযোগ মিশ্র।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৪

বৃষবৃষ: (২১ এপ্রিল – ২১ মে) 
দিনটিকে স্বপ্নের মতো মনে হবে। হয়ত সেই বিশেষ মানুষটিকে পেয়ে যাবেন, যার জন্য একদিন অপেক্ষায় ছিলেন। সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে সাবধান থাকুন। অকারণ জেদ করে সুযোগগুলো নষ্ট করবেন না।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩

মিথুনমিথুন: (২২মে – ২১ জুন) 
মানসিক অবস্থা খুব একটা ভালো থাকবে না। সারাদিন অস্থির ও বিভ্রান্ত বোধ করবেন। গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে অমনোযোগী হয়ে পড়তে পারেন। শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে।  

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৯

কর্কটকর্কট: (২২ জুন – ২২ জুলাই) 
বিনিয়োগ করার কথা ভাবতে পারেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন ও অংশীদারদের কাছ থেকে সাহায্য পাবেন। প্রেম এবং দাম্পত্য যোগ মিশ্র।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ২

সিংহসিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  
প্রেমের প্রস্তাবে সাড়া পাবেন। বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন। সৌভাগ্যবশত সবকিছু আজ আপনার অনুকূলে থাকবে। বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। যাত্রাযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৬ 

কন্যাকন্যা: (২৪ আগস্ট–২৩ সেপ্টেম্বর)  
প্রিয়জনের সঙ্গে সম্পর্ক উন্নতি হবে। তবে নেতিবাচক ভাবনাগুলো মাথা থেকে বের করে দিন। নেতিবাচক চিন্তাধারা ও কাজকর্ম এড়িয়ে চলুন। শরীরের যত্ন নিন। প্রেমযোগ শুভ।

শুভ রং : লাল,  শুভ সংখ্যা : ৬

তুলাতুলা: (২৪ সেপ্টেম্বর–২৩ অক্টোবর) 
প্রেম নিয়ে বন্ধুদের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে পারে। দুরে কোথাও যাওয়ার পরিকল্পনা করতে পারেন। বিদেশে বসবাসকারী প্রিয়জনদের কাছ থেকে সুখবর আসতে পারে।

শুভ রং :  হলুদ,  শুভ সংখ্যা : ৯ 

বৃশ্চিকবৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) 
আজ হাতে নেওয়া যেকোনো কাজ সাফল্যের সঙ্গে শেষ করতে পারবেন। ঊর্ধ্বতনরা আপনার কর্মদক্ষতার প্রশংসা করবেন। অফিসে সকলকে খুশি করতে পারবেন। বাড়িতে হাসি-খুশি পরিবেশ বজায় থাকবে। প্রেমযোগ শুভ।

শুভ রং : সাদা,  শুভ সংখ্যা : ১৬

ধনুধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) 
আয় বাড়তে পারে। আর্থিক মুনাফা লাভ ও ব্যবসায় উন্নতির আশা করতে পারেন। বন্ধুরা উপকারে আসবেন। দাম্পত্য জীবনে সুসংবাদ আসতে পারে। অবিবাহিতদের জন্য দিনটি ভালো, বিয়ের জন্য শুভ খবর আছে। যাত্রাও শুভ।

শুভ রং : লাল,  শুভ সংখ্যা : ৯

মকরমকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
চোখের সমস্যায় ভুগতে পারেন। বাড়িতে অহেতুক কোনো বিবাদ দেখা দিতে পারে। কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখুন। যাত্রায় সতর্ক থাকুন। প্রেমযোগ মিশ্র।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৩

কুম্ভকুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
কর্মক্ষেত্রে সাফল্য পাবেন এবং আর্থিক বিষয়গুলি অনুকূলে থাকবে। কেনাকাটা ও বিনোদনের জন্য খরচ হতে পারে। প্রেমযোগ শুভ

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১

মীনমীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) 
এখনই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাবেন না। একান্তই যদি খরচ করতে হয় তাহলে বিবেচনার সঙ্গে করুন। অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলুন। আজ অন্যরা আপনাকে ভুল বুঝতে পারে।

শুভ রং : লাল,  শুভ সংখ্যা : ১২

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭ৱ
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।