ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

খরচ নিয়ন্ত্রণ করুন মকর, কর্মক্ষেত্রে সুফল কন্যা

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
খরচ নিয়ন্ত্রণ করুন মকর, কর্মক্ষেত্রে সুফল কন্যা রাশিফল

আজ কেমন যাবে
তারিখ: ২১/১১/২০১৭

...মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)   
উদ্দীপনার অভাব দেখা দিতে পারে। কিছু অপ্রীতিকর ঘটনা আপনাকে কষ্ট দিতে পারে।

মাথা ঠাণ্ডা রাখুন। পরিবারের সদস্যদের সঙ্গে বিতর্কে জড়াবেন না। ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা দুশ্চিন্তায় ফেলবে। আর্থিক বিষয়গুলিতে নজর রাখুন। প্রেমযোগে ইতিবাচক ফল। যাত্রাযোগ ভোগান্তি।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

...বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) 
সৃজনশীলতা ও উদ্ভাবনীশক্তি সুফল এনে দেবে। বুদ্ধিদীপ্ত আলোচনায় ব্যস্ত থাকতে পারেন। ভাবনাগুলিকে লিখে রাখলে বা সৃজনশীল প্রবৃত্তির চর্চা করলে, দৈনন্দিন জীবনের একঘেঁয়েমি কাটিয়ে উঠতে পারবেন। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯

...মিথুন: (২২মে – ২১ জুন) 
আপনার কাছে দিনটি একটি ছবির মতো নিখুঁত হবে। ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্রছাত্রী- সবাই দেখবেন জীবন কেমন আরামদায়ক ও মসৃণ হয়ে উঠেছে। প্রেম নিয়ে বাড়ির বড়দের সঙ্গে মতবিরোধের যোগ। আর্থিকযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮

...কর্কট: (২২ জুন – ২২ জুলাই) 
বিনোদন ও হাসি মজায় মেতে উঠবেন। সামাজিক অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায় ও সংস্কৃতির মানুষের সঙ্গে আলাপ করার সুযোগ পাবেন। বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। গ্রহ-নক্ষত্ররা উদ্ভাবনীশক্তিকে এক বিশেষ উচ্চতায় পৌঁছে দেবে। প্রেমযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭

...সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
অপচয় বন্ধ করুন। ভেবে-চিন্তে খরচ করুন। অনৈতিক অথবা বেআইনি কাজ-কর্ম থেকে দূরে থাকুন। তা নাহলে এগুলি আপনাকে আদালতে নিয়ে হাজির করতে পারে। অপরিচিতদের সঙ্গে কথা বলা বা নতুন কারও সঙ্গে সম্পর্ক স্থাপন করা ঠিক হবে না। বন্ধুত্বের জন্য হাত বাড়ানোর আগে ভালোমন্দ ভেবে দেখুন। প্রেম, বিবাহযোগে সমস্যা দেখা যাচ্ছে।  

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২ 

...কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
নতুন প্রকল্প হাতে নেওয়ার জন্য বা পূর্ব পরিকল্পনাগুলি বাস্তবায়িত করার জন্য দিনটি শুভ। কর্মক্ষেত্রে সুফল পাবেন। সহকর্মীরা উৎসাহ জোগাবে ও সাহায্য করবে। আপনি আরও ভালো কাজ করার জন্য উদ্দীপিত হয়ে উঠবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি লাভদায়ক। স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন। প্রেমযোগে বন্ধুর তরফে বাধা।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯

...তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) 
যদি আপনি কোনো নতুন প্রকল্পে কাজ করার পরিকল্পনা করে থাকেন, তাহলে অনায়াসে করতে পারেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি শুভ এবং আপনি সাফল্য পাবেন। ঊর্ধ্বতনদের কাছ থেকে প্রশংসা লাভ অথবা পদোন্নতির প্রত্যাশা করতে পারেন। ব্যক্তিগত জীবনে যাত্রা মসৃণ হবে। প্রেমযোগ শুভ হতে পারে। আর্থিকযোগ শুভ।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ১

...বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) 
সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন না। মনঃসংযোগই মূলমন্ত্র হওয়া উচিত। নতুন প্রকল্পে কাজ করা থেকে বিরত থাকুন, দিনটি শুভ নয়। বন্ধুরা সহযোগিতা করবে। প্রেমযোগে অজানা ক্ষেত্র থেকে বাধা আসতে পারে।  

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৮

...ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) 
মন হতাশ করে তুলতে পারে। তিলকে তাল করার প্রবণতা ত্যাগ করুন। উত্তপ্ত আলোচনা ও ঝগড়াঝাটি থেকে যতদূর সম্ভব দূরে থাকুন। নয়তো এটি বাগবিতণ্ডায় রূপ নেবে। যতটা সম্ভব স্বাভাবিক ও আত্মবিশ্বাসী থাকুন। প্রেমযোগ শুভ।  
শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :  ৪

...মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
কাছের বন্ধুদের সঙ্গে নৈশভোজ করুন অথবা তাদের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করুন। আর্থিক দিক থেকে লাভের সম্ভাবনা। তবে খরচ নিয়ন্ত্রণে রাখুন। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

...কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
সিদ্ধান্ত নিতে অসুবিধা হতে পারে। প্রয়োজনীয় কিছু সুযোগ হাতছাড়া করে ফেলতে পারেন। সুযোগগুলি অপচয় করতে না চাইলে নিজের লক্ষ্যে স্থির থাকুন। গুরুত্বপূর্ণ কোনো নতুন প্রকল্পের কাজ হাতে নেবেন না। প্রেমের ক্ষেত্রে বাধা আসতে পারে। আর্থিক ৎযোগ মিশ্র।  

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৭

...মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) 
হঠকারি সিদ্ধান্ত নিয়ে নিজের চিন্তা-ভাবনাকে জটিল করে তুলবেন না। সাধারণ বিষয়গুলি মাথায় রেখে সবকিছু সহজ সরলভাবে ভাবুন। কর্মক্ষেত্রে ব্যাপক প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করুন। তবে মেজাজ ও কথাবার্তা নিয়ন্ত্রণে রাখুন। প্রেমযোগে বিভিন্ন ক্ষেত্রে বাধা আসতে পারে।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।