ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

সন্তুষ্টিতে মীন, ভ্রমণের সম্ভাবনা মিথুনের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
সন্তুষ্টিতে মীন, ভ্রমণের সম্ভাবনা মিথুনের রাশিফল; প্রতীকী ছবি

আজ কেমন যাবে
তারিখ- ০২/১২/২০১৭

মেষ মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) 

কিছু অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। শরীরও খুব একটা ভালো থাকবে না।

শারীরিক অসুস্থতার কারণে অর্থ ব্যয়। প্রেম নিয়ে যে কোনও পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রাখার চেষ্টা করুন। পরিবারের সদস্যদের প্রতি ধৈর্য দেখান। দিনের শেষে অপ্রত্যাশিত অর্থলাভ আপনার মুখে হাসি ফোটাবে। যাত্রা যোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৪

 
বৃষ বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)

কিছুটা চাপ অনুভব করলেও মানসিকভাবে যথেষ্ট উজ্জীবিত থাকবেন। শারীরিক দুর্বলতা আপনার উদ্দীপনাকেও কমিয়ে দেবে। আপনার পরিচিতরা আপনার কাজে অখুশি হওয়ায় কিছু সমস্যার সূত্রপাত হতে পারে। প্রেমের ক্ষেত্রে প্রচুর খরচ করবেন। ভ্রমণের যোগ আছে।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩১ 


মিথুন মিথুন: (২২মে – ২১ জুন)

বকেয়া টাকা আদায় করতে পারবেন। ভ্রমণের সম্ভাবনা আছে। অধিক আয় আজকের দিনটিকে আনন্দমুখর করে তুলবে। মনের মানুষ উপহার দিয়ে আপনাকে মন খুশি করবে। পানি থেকে দূরে থাকুন। দুর্ঘটনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৯১

 
কর্কট কর্কট: (২২ জুন – ২২ জুলাই)

পারিবারিক পরিবেশ আনন্দমুখর হবে। প্রেম এবং বৈবাহিক জীবন চূড়ান্ত উপভোগ্য হয়ে উঠবে। বন্ধুদের সঙ্গে ছোটোখাটো ভ্রমণে যেতে পারেন। গ্রহ নক্ষত্রের অবস্থান আয় বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। পছন্দের খাবার খাওয়ার যোগ আছে। যাত্রা যোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ২১

 
সিংহ সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট) 

বিতর্ক এড়াতে কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখুন। প্রেম নিয়ে নানাবিধ সমস্যা আজ আপনাকে তাড়া করে বেড়াবে। ফলস্বরূপ শারীরিক ও মানসিকভাবে অসুস্থ বোধ করতে পারেন। বিনোদনের জন্য খরচ করতে পারেন। কাছের মানুষদের সঙ্গে ভুল বোঝাবুঝির সম্ভাবনা আছে। যাত্রা শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৬১

 
কন্যা কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) 

উদ্ভাবনী শক্তির চরম সীমায় থাকার কারণে চিন্তায় চমকপ্রদ সৃজনশীলতা ধরা পড়বে। সুস্থ শরীর ও মনের অধিকারী হবেন। কাজে মনোনিবেশ করবেন এবং সেগুলি শেষ করতে সক্ষম হবেন। প্রেমের সম্পর্কে পারস্পরিক আত্মবিশ্বাসের উন্নতি ঘটবে। প্রমোদ আমোদ ও বিনোদনের অর্থ খরচ।

শুভ রং : লাল,  শুভ সংখ্যা : ৬৬

 
তুলা তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)

মুখের মিষ্টতা বজায় রেখে নিজের সমস্ত কাজগুলিকে সম্পন্ন করতে সক্ষম হবেন। তবে যে কোনোরকম উত্তেজক আলোচনা থেকে দূরে থাকার চেষ্টা করুন। বিলাসবহুল জীবনযাপন দিনটিকে উপভোগ্য করে তুলবে। নতুন প্রেমের সম্ভাবনা আছে। অহেতুক খরচ নিয়ন্ত্রণে রাখুন। যাত্রা যোগ শুভ।

শুভ রং :  হলুদ,   শুভ সংখ্যা : ৯১

 
বৃশ্চিক বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

ভাইবোনদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। তারা আপনাকে যে কোনও পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। প্রেমের সম্পর্কের গভীরতাকে বুঝতে পারবেন। নিকটবর্তী কোনও জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। সারাদিন নিশ্চিন্ত বোধ করবেন এবং যে কাজে হাত দেবেন সেটিতেই সফল হবেন। যাত্রা যোগ শুভ।

শুভ রং : সাদা,  শুভ সংখ্যা : ২৬

 
ধনু ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

শারীরিক শক্তি, উদ্দীপনা এবং প্রফুল্লতার যথেষ্ট ঘাটতি থাকবে। পারিবারিক সদস্যদের সঙ্গে মতানৈক্যের প্রবল সম্ভাবনা আছে। খরচ বাড়বে। কঠোর পরিশ্রম করে আজ কাজে সাফল্য নাও পেতে পারেন। আপনি চিন্তায় থাকবেন। প্রেম সংক্রান্ত কিছু বিষয় আপনার মনকে আঘাত করবে। ঘুম ভালো নাও হতে পারে।

শুভ রং : লাল,  শুভ সংখ্যা : ২৯

 
মকর মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) 

কোনোরকম আলোচনা এবং বিতর্ক থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। অপমানজনক পরিস্থিতি এড়িয়ে চলার চেষ্টা করুন। বন্ধুদের জন্য খরচ করতে হতে পারে। পেটের সমস্যায় ভুগতে পারেন। সম্ভব হলে কোনও নতুন প্রকল্পের কাজে আজ হাত দেবেন না। প্রেম নিবেদনের পরিকল্পনাটি আজকের জন্য এড়িয়ে চলুন। যাত্রা যোগ শুভ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৩৩

 
কুম্ভ কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) 

পূর্ব পরিকল্পনা মাফিক শেষ করতে পারবেন। আর্থিক লাভের যোগ বর্তমান। অসম্পূর্ণ কাজগুলি আজ শেষ করতে পারবেন। প্রেমে অথবা বিবাহের বিষয়ে কোনও সুসংবাদ পেতে পারেন। যারা শারীরিক অসুস্থতায় ভুগছেন, তাদের কষ্ট আজ কিছুটা উপশম হবে। কর্মক্ষেত্রে সহকর্মীরা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। যাত্রা যোগে বাধা।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৪১

 
মীন মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

জীবন খুশি ও সন্তুষ্টিতে ভরে উঠবে। কোনও বুদ্ধিদীপ্ত আলোচনায় অংশ নেবেন। তবে নিজের কথাবার্তা ও ব্যবহারে সংযত থাকুন। প্রেম নিয়ে প্রচুর ভাবনার উদয় হতে পারে। সকলের সঙ্গে নম্র ও ভদ্রভাবে ব্যবহার করলে আপনার লাভ হবে।

শুভ রং : লাল,  শুভ সংখ্যা : ৫২

বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।