ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

কুম্ভের অতিরিক্ত খরচ, কর্কটের কাজের চাপ বাড়বে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
কুম্ভের অতিরিক্ত খরচ, কর্কটের কাজের চাপ বাড়বে রাশিফল

আজ কেমন যাবে
তারিখ: ১৭/০১/২০১৮

...মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
ভালো কিছু ঘটতে পারে। ভ্রমণের জন্য কোনো আলোচনা হতে পারে।

ব্যবসার জন্য বাড়তি খরচ হতে পারে। চাকরির স্থানে উন্নতির যোগ। প্রেম নিয়ে ছোটখাটো সমস্যা। যাত্রাযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৪

...বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) 
কিছু অপচয় হতে পারে। লেখকদের জন্য ভালো কিছু ঘটতে পারে। নিজের জন্য কোনো খরচ বৃদ্ধির সম্ভাবনা। সন্তানের জন্য পড়াশোনা নিয়ে চিন্তা বাড়তে পারে। প্রেমযোগ শুভ।  

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩

...মিথুন: (২২মে – ২১ জুন) 
ব্যবসার দিকে ভালো সুযোগ মিলতে পারে। মনের মানুষের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা। গান-বাজনা নিয়ে যারা থাকেন তাদের জন্য সময় ভালো। কোনো হানিকারক কিছু ঘটতে পারে। যাত্রাযোগে শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৯

...কর্কট: (২২ জুন – ২২ জুলাই) 
নতুন প্রেমের ব্যাপারে একটু সমস্যা বাড়তে পারে। কোনো ব্যবহার আজ বাড়ির লোকের খারাপ লাগতে পারে। কাজের চাপ বাড়তে পারে। সাহিত্যচর্চা থেকে আনন্দ পেতে পারেন।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ২

সিংহসিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
ব্যবসা বা কাজের দিকে নতুন আলো দেখতে পাবেন। তবে বাড়িতে কোনো অশান্তি অনেক দূর গড়াতে পারে। বন্ধুর থেকে কোনো উপকার পেতে পারেন। প্রেমযোগ মিশ্র। যাত্রাযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৬ 

...কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
শত্রুর ব্যাপারে একটু সাবধান থাকুন। বদ সঙ্গের জন্য কোনো বিপদ আসতে পারে। গঠনমূলক কোনো কাজের জন্য উন্নতি আসতে পারে। প্রেমের ব্যাপারে চাপ বাড়বে।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

...তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) 
শরীর ভালো যাবে না। ভোগ-বিলাসের জন্য খরচ বাড়তে পারে। বাবা-মায়ের সঙ্গে ছোট বিষয় নিয়ে অশান্তির যোগ। ব্যবসার দিকে ভালো সুযোগ আসতে পারে। প্রেমযোগ মিশ্র। যাত্রাযোগে বাধা।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৯ 

...বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) 
নতুন যোগাযোগ আসতে পারে। অর্শজাতীয় রোগে বেদনা। মাথায় আঘাত লাগার সম্ভাবনা। বাড়তি কোনো খরচের জন্য বাড়িতে সমস্যা হতে পারে। ব্যবসায় ভালো ফল হতে পারে। প্রেম নিয়ে সমস্যা কমবে।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৬

...ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) 
বিবাদ কপালে জুটতে পারে। অপরের কোনো উপকার করতে গিয়ে নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা। সম্পত্তি ব্যাপারে কোনো চাপ আসতে পারে। প্রেম নিয়ে সতর্ক থাকুন। যাত্রাযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৯

মকরমকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
কথা রক্ষা করতে গিয়ে অপমান জুটতে পারে। দূরে কোনো ভ্রমণে বাধা আসতে পারে। ব্যবসা ভালো যাবে ও কিছু সঞ্চয় বাড়তে পারে। সন্তানের জন্য চিন্তা বাড়বে। নতুন প্রেমের যোগ। যাত্রাযোগ শুভ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৩

কুম্ভকুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
উপহার পেতে পারেন। অচেনা লোকের জন্য বিপদ হতে পারে। অতিরিক্ত খরচ বাড়তে পারে। আইনি কোনো কাজের জন্য বিশেষ আলোচনা হওয়ার সম্ভাবনা। প্রেম নিয়ে সমস্যার সমাধান হবে।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১

মীনমীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) 
অশান্তি থেকে দূরে থাকুন। প্রিয়জনের কাছ থেকে কোনো আঘাত পেতে পারেন। মনের মানুষের সঙ্গে বিবাদ হতে পারে। পেটের সমস্যা বাড়তে পারে। ব্যবসায় ভালো ফল হতে পারে।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১২

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।