ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

শিক্ষায় সাফল্য কন্যার, ধনুর প্রেমে বাধা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
শিক্ষায় সাফল্য কন্যার, ধনুর প্রেমে বাধা আজকের রাশিফল

আজ কেমন যাবে
তারিখ- ১৮/০২/২০১৮

..মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
কর্মযোগে শুভ ফললাভের ইঙ্গিত। পরিশ্রমী এবং ধৈর্যশীল মানুষদের সফলতার যোগ বর্তমান।

শারীরিক সমস্যা দেখা দিতে পারে। প্রেম যোগ মোটের ওপর শুভ। যাত্রা যোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৪

..বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) 
প্রেমের বিষয় নিয়ে কর্মস্থলে সহকর্মীদের সাথে সমস্যা দেখা দিতে পারে। আর্থিক যোগে বাধা। ব্যবসায়ে সমস্যার যোগ রয়েছে। শিক্ষা ক্ষেত্রে সমস্যার সাময়িক সমাধান।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩

...মিথুন: (২২মে – ২১ জুন) 
প্রেমে পারিবারিক বাধা কেটে যাবে। দাম্পত্য সুখের যোগ আছে। কর্মে উন্নতি। অংশীদারী ব্যবসায়ে সমস্যার সমাধান। শিক্ষার কারণে বিদেশ যাত্রা। পথে ভোগান্তি।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৯

...কর্কট: (২২ জুন – ২২ জুলাই) 
পথে সমস্যার সম্মুখীন। ভ্রমণের কারণে বিদেশ যাত্রায় সাময়িক বাধা। প্রেমযোগ শুভ। কর্মে নতুন দিক উন্মোচন। ব্যবসায়ে উন্নতি। সন্তানের শিক্ষা নিয়ে চিন্তা।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ২

...সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  
প্রেমের সমস্যার সমাধানে কনিষ্ঠ কারো সাহায্য লাভ। দাম্পত্য সুখ। কর্মে উন্নতি। ব্যবসায়ে সমস্যা। হাড়জনিত রোগে ভোগান্তি। বন্ধুর সাহায্য প্রাপ্তির সম্ভাবনা। যাত্রাযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৬ 

..কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
কর্মে বাধা বিপত্তি কাটিয়ে নতুনভাবে শুরু। ব্যবসায়ে আর্থিক ক্ষতি। শিক্ষাক্ষেত্রে সাফল্য। প্রেমে সফলতা। দাম্পত্যে মান অভিমান। চিকিৎসায় সাড়া।

শুভ রং : লাল,  শুভ সংখ্যা : ৬

..তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
প্রেমে মনোমালিন্য। আত্মীয়র মধ্যে গোপন শত্রু মাথা চাড়া দিতে পারে। দাম্পত্য সুখ। কর্মে বাধা। ব্যবসায়ে উন্নতি। ভ্রমণের যোগ। চিকিৎসায় অর্থ খরচ।

শুভ রং :  হলুদ,  শুভ সংখ্যা : ৯ 

...বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) 
পরিবারের সাথে বিনোদনমূলক বিদেশ ভ্রমণ। প্রেমে সফলতা। কর্মক্ষেত্রে বন্ধুর সাহায্য। পারিবারিক সমস্যার সমাধান। ব্যবসায়ে উন্নতি।  চোখের সমস্যায় ভোগান্তি। পথে ভোগান্তি।

শুভ রং : সাদা,  শুভ সংখ্যা : ১৬

...ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) 
প্রেমের ক্ষেত্রে পরিবারের বাধা। দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির মতামতের কারণে সমস্যা। সংসারে মতবিরোধ। শিক্ষায় উন্নতি। কর্মে উন্নতি। ব্যবসায়ে লাভ বৃদ্ধি।

শুভ রং : লাল,  শুভ সংখ্যা : ৯

...মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
কর্মক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকা দরকার। শত্রুর আবির্ভাব। নতুন ব্যবসায়ে লাভ। কাজে উন্নতি। পরিবারে শান্তি। প্রেমে বাধা। দাম্পত্যে সমস্যা। ভ্রমণের যোগ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৩

...কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
প্রেমের ক্ষেত্রে শুভ। বন্ধুত্ব প্রেমের সম্পর্কে পরিণত হতে পারে। দাম্পত্য সুখ। কর্মে উন্নতি। ব্যবসায় লাভ। শিক্ষা শুভ। পথে আঘাতের যোগ। যাত্রা যোগে বাধা।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১

...মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) 
কর্মে শুভ খবর আসতে পারে। তবে পারিবারিক সমস্যা কাজে প্রভাব ফেলবে। ব্যবসায়ে উন্নতি। আর্থিক যোগ শুভ। বন্ধু লাভ। নতুন প্রেমের সম্ভাবনা। ভ্রমণের যোগ।

শুভ রং : লাল,  শুভ সংখ্যা : ১২

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।