ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

সিংহের হলুদ শুভ, মিথুনের সবুজ

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
সিংহের হলুদ শুভ, মিথুনের সবুজ সিংহের হলুদ শুভ, মিথুনের সবুজ

আজ কেমন যাবে
তারিখ: ২৭/০২/২০১৮

..মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
প্রেমের সমস্যার সমাধান হয়ে সম্পর্ক স্বাভাবিক হবে। ভুল বোঝাবুঝির অবসানে মানসিক শান্তি ফিরে পাবেন।

শিক্ষা নিয়ে পরিবারের সাহায্য। কর্মে উন্নতির যোগ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৪২

..বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) 
বিদেশযাত্রার বাধা কাটবে। হিসাব করে খরচ করার যোগ নেই। আর্থিক সমস্যা। যাত্রাযোগে বাধা। কর্মক্ষেত্রে সমস্যার সমাধানের যোগ। প্রেমযোগ শুভ।  

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩৯

...মিথুন: (২২মে – ২১ জুন) 
পারিবারিক জট কাটাতে গিয়ে আইনি জটিলতার মধ্যে পড়তে পারেন। সম্পত্তি নিয়ে সমস্যার যোগ। প্রেমের ক্ষেত্রে সমস্যার সমাধানে কাজে লাগতে পারে কোনো বন্ধু। কর্মক্ষেত্রে উন্নতির যোগ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৯

...কর্কট: (২২ জুন – ২২ জুলাই) 
বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। সম্পত্তি সম্পর্কিত কোনো খবর আসার আলো দেখাতে পারে। আইন-আদালতে শুভ ফল লাভের সম্ভাবনা। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ মিশ্র।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৯২

...সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারে নানা মতের ফলে সমস্যা শুরু হতে পারে। কর্মে উন্নতি। কর্মক্ষেত্রে প্রেমের বিষয় থেকে দূরে থাকুন। ব্যবসা নিয়ে অংশীদারের সঙ্গে সমস্যা হতে পারে। শিক্ষাযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৬৬ 

..কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
প্রেম নিয়ে অন্য কারো সাহায্য না নিয়ে নিজে এগিয়ে যান। আপনি যার সাহায্য নেওয়ার কথা ভাবছেন তার কারণে পস্তাতে হতে পারে। কর্মে উন্নতির যোগ। বিদেশ ভ্রমণের যোগ দেখা যাচ্ছে।  

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ২৬

..তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) 
শিক্ষার উন্নতিতে সহায়ক হবে পরিবার। প্রেমের সহায়ক শক্তিগুলি আপনার পক্ষে কাজ করছে। কর্মক্ষেত্রে ইতিবাচক সম্ভাবনা। শারীরিক সমস্যার সমাধান হবে। যাত্রাযোগে শুভফল।

শুভ রং :  হলুদ, শুভ সংখ্যা : ৩৯ 

...বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) 
আর্থিকযোগে বাধা। বেহিসাবি খরচার ফলে আর্থিক সমস্যা হতে পারে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগে শুভফল লাভ। শারীরিক সমস্যার যোগ।  

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬১

...ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) 
সন্তানের শিক্ষার বিষয় নিয়ে চিন্তা থাকবে। শারীরিক সমস্যার যোগ আছে। প্রেমের জন্য দিনটি শুভ। বন্ধুর তরফ থেকে গোপন শত্রুতার সম্ভাবনা দেখা যাচ্ছে।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৯

...মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
শিক্ষাযোগ শুভ। প্রেমের ক্ষেত্রে বাধা মুক্তির যোগ। কর্মক্ষেত্রে উন্নতি। শুভ ফললাভের সম্ভাবনা আছে। দাম্পত্য সম্পর্কে বাধা। যাত্রাযোগ শুভ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৩

...কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
প্রেমের যোগ নিয়ে সমস্যার সম্ভাবনা। শিক্ষায় সাফল্য। পরিবারে কোনো আত্মীয় সমস্যার সৃষ্টি করতে পারে। শুভকাজে সফলতা।  

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৭

...মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) 
প্রেম নিয়ে নানাজনের নানা মতের ফলে সমস্যার মুখে পড়তে পারেন। শিক্ষাযোগে সফলতার ইঙ্গিত। সন্তানের কাজ-কর্ম নিয়ে অভিযোগ আসতে পারে। আর্থিকযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ২২

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।