ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

কর্মক্ষেত্রে সতর্ক থাকুন মীন, বৃষের পারিবারিক সমস্যা

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, মার্চ ৭, ২০১৮
কর্মক্ষেত্রে সতর্ক থাকুন মীন, বৃষের পারিবারিক সমস্যা রাশিফল

আজ কেমন যাবে
তারিখ: ০৮/০৩/২০১৮

..মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
কর্মক্ষেত্রে আপনার পিছন থেকে শত্রুতা হতে পারে। ব্যবসায় প্রতিযোগিতা বাড়বে।

পরিবারে শুভফলের যোগ। প্রেমযোগ শুভ।  

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৪

..বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) 
কঠিন পরীক্ষার মধ্য দিয়ে প্রেমের সম্পর্ক পেরোতে হতে পারে। শিক্ষাযোগে শুভফল লাভ হবে। পারিবারিক বিষয় নিয়ে সমস্যার যোগ আছে। আর্থিকযোগ শুভ।  

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩

...মিথুন: (২২মে – ২১ জুন) 
অবসাদ আপনার সফলতার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। শিক্ষায় সফলতার ক্ষেত্রে বাধা আসতে পারে। কর্মে উন্নতির সম্ভাবনা। ব্যবসায় মনোযোগের অভাব। প্রেমযোগ শুভ।  

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৯

...কর্কট: (২২ জুন – ২২ জুলাই) 
প্রেম নিয়ে নানা সমস্যার মধ্যে সমাধানের আলো বেরোবে। পাশে পাবেন কোনো বন্ধুকে। কর্মক্ষেত্রেও উন্নতির আলো দেখা দেবে। ব্যবসার ক্ষেত্রে সময় কিছুটা কঠিন। শারীরিক সমস্যা কমবে।
শুভ রং : লাল, শুভ সংখ্যা : ২

...সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  
শারীরিক সমস্যার সমাধানের যোগ আছে। নিজের পরিচিতির বাইরে চেষ্টা করলে ব্যবসা সফল হবে। প্রেম নিয়ে সমস্যা সমাধানের ইঙ্গিত আছে। কর্মে উন্নতিরযোগ। আর্থিক দিক শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৬ 

...কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
প্রেমের বাধা-বিপত্তি কাটিয়ে সফলতার যোগ। শারীরিক সমস্যার সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্মে উন্নতির যোগ। শিক্ষাযোগ শুভ।
 
শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

....তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) 
দাম্পত্যের মনোমালিন্য মিটে যাওয়ার সম্ভাবনা। কর্মে বাধা আছে। শিক্ষাযোগ শুভ। ব্যবসায় উন্নতির যোগ। পারিবারে মধ্যে কোনো আত্মীয়ের চক্রান্তের শিকার হতে পারেন। আর্থিকযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৯ 

...বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) 
বন্ধুদের সঙ্গে মতের অমিল হওয়ার সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে সফলতার ইঙ্গিত। কর্মে উন্নতির যোগ বর্তমান। প্রেমের জন্য দিনটি শুভ। তবে দাম্পত্যে মনোমালিন্যের সুযোগ আছে।  

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৬

...ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) 
ব্যবসায় শুভযোগ। নতুন কাজের বরাত হাতে আসার সম্ভাবনা। তবে পাওনা অর্থ নিয়ে সমস্যা হবে। প্রেমের জন্য দিনটি শুভ। বিনোদনের যোগ আছে। শুভখবর আসতে পারে।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৯

...মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
কর্মক্ষেত্রে সমস্যার সমাধান হবে। ব্যবসায় আর্থিক উন্নতির সুযোগ প্রেমের ক্ষেত্রে শুভযোগ। শিক্ষাক্ষেত্রে শুভ ফল লাভ। পারিবারিক সম্পত্তি নিয়ে সমস্যা সমাধানের ইঙ্গিত।  

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৩

...কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
কর্মক্ষেত্রে জটিল পরিস্থিতির উদ্ভব হতে পারে। প্রেম নিয়ে সমস্যার সমাধান বেরিয়ে আসবে। দাম্পত্য জীবন সুখের। ব্যবসায় আইনি জটিলতার সম্ভাবনা। আর্থিকযোগে বাধা।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১

...মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) 
আপনাকে প্রলোভন দেখানো হতে পারে। কর্মক্ষেত্রে সতর্ক থাকুন। প্রেমের যোগ শুভ। দাম্পত্যযোগে সমস্যা দেখা দিতে পারে। বিদেশযাত্রার সম্ভাবনা।  

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১২

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।