ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

মীনের শুভ রং আকাশী, কুম্ভের বাদামি

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৮
মীনের শুভ রং আকাশী, কুম্ভের বাদামি সোমবারের রাশিফল

আজ কেমন যাবে
তারিখ- ০৯/০৪/২০১৮

..মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
দিনটি চাকরিজীবী ও ব্যবসায়ীদের জন্য ভালো নাও হতে পারে। ঊর্ধ্বতনদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় এড়িয়ে চলুন।

কর্মসূত্রে দূরে কোথাও যাত্রা করতে হতে পারে। প্রেমের ক্ষেত্রে প্রাথমিক কিছু সমস্যার পর কাজের ক্ষেত্রে অবস্থার উন্নতি হবে।  

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৪৩

..বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) 
প্রাণবন্ত ও হাসিখুশি থাকবেন। কর্মক্ষেত্রে এর ইতিবাচক প্রভাব পড়বে। পূর্বপরিকল্পিত কাজে আশানুরূপ সাফল্য পাবেন। আর্থিক বিষয়গুলিও অনুকূল থাকবে। পরিবারের সঙ্গে আনন্দে সময় কাটাতে পারবেন। শারীরিক অসুস্থতা ভোগাতে পারে। প্রেম নিয়ে সমস্যার সমাধান হবে।

শুভ রং: লাল, শুভ সংখ্যা : ৫৫

...মিথুন: (২২ মে – ২১ জুন) 
জীবিকা ক্ষেত্রে, আর্থিকভাবে এবং সামাজিকভাবে দিনটি ফলদায়ী কারণ এসময়ে বিভিন্ন ক্ষেত্রে নাম যশ অর্জন করবেন। তবে দিনের শেষভাগে সাবধানতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি মোটামুটি। আদালত সংক্রান্ত বিষয়ে কাজ করার সময় সাবধান থাকুন। প্রেম যোগ শুভ। যাত্রা যোগ শুভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯৯

..কর্কট: (২২ জুন – ২২ জুলাই) 
স্বাস্থ্য খুব ভালো থাকবে না। গৃহে কিছু মতবিরোধও হতে পারে। তবে পরিণত মানসিকতার সাহায্যে এটিকে এড়িয়ে যাওয়া যাবে। আইনি সিদ্ধান্ত নেওয়ার থাকলে সেটিকে পিছিয়ে দিন। বন্ধুদের সঙ্গে ঝগড়া মিটিয়ে নিন।  

শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৮২

..সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  
শারীরিক ও মানসিক অবস্থা স্বাভাবিক থাকবে। মেজাজ পরিবর্তন করে গৃহের শান্তিপূর্ণ পরিবেশটিকে নষ্ট করবেন না। মোটের উপর সবকিছুই আজ খুব প্রাণবন্ত থাকবে। লেখাপড়ায় পড়ুয়াদের কিছু বাধা আসতে পারে। প্রেমে সাফল্য পাবেন।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৯৬ 

...কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
সম্ভবত আপনার শরীর ভালো থাকবে না। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় নিজের সীমা অতিক্রম করবেন না। প্রেম এবং দাম্পত্য সমস্যায় পরিস্থিতিটিকে অপ্রীতিকর হতে দেবেন না। অপ্রত্যাশিত আর্থিক লাভের সম্ভাবনা আছে। ঠিক সময়ে কাজ সম্পন্ন করুন। কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।  

শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ৫১

...তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) 
অপ্রত্যাশিত আর্থিক লাভের সম্ভাবনা আছে। তবে নতুন কাজ শুরু করার জন্য নক্ষত্ররা অনুকূল নয়। প্রেম দাম্পত্য জীবনের কিছু সমস্যা বিরক্তিতে রাখতে পারে। জমি ও সম্পত্তি সংক্রান্ত দস্তাবেজের কাজ গুলিকেও পিছিয়ে দিন। যাত্রা যোগে বাধা আছে।

শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ৬৯ 

..বৃশ্চিক: (২৪ অক্টোবর –২২ নভেম্বর) 
শারীরিক ও মানসিকভাবে দুর্বল বোধ করবেন। প্রেম নিয়ে সমস্যা দেখা দিতে পারে। চাকুরীজীবীরা তাদের পরিশ্রমের যথাযথ ফল পাবেন। ছাত্রদের ক্ষেত্রেও একই কথা বলা যায়। বিনিয়োগের জন্য সময়টি ভালো নয়।  

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৮৩

...ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) 
হাসিখুশি ও চনমনে ভাব মেজাজ ভালো করে তুলবে। অর্থ সঞ্চয় করে ভবিষ্যতকে সুনিশ্চিত করবেন। লক্ষ্যে স্থির থাকুন। অসম্পূর্ণ কাজগুলি খুব শীঘ্রই সম্পন্ন হবে। ছাত্ররা আজ ভালো ফল পাবেন। প্রেম যোগ শুভ। যাত্রা যোগ শুভ।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১৭

...মকর: (২২ ডিসেম্বর–২০ জানুয়ারি)
আনন্দিত ও প্রাণবন্ত থাকবেন। সম্পূর্ণরূপে সক্রিয় থাকবেন। চারিধারে আজ ইতিবাচক শক্তি ঘিরে থাকবে। সময়ে কাজ শেষ করবেন। কাজের স্বীকৃতি পাবেন এবং এটি মেজাজকে আরও ভালো করে দেবে। নতুন প্রেমের সম্ভাবনা আছে।  

শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ২৬

..কুম্ভ: (২১ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)  
সময়টি কেনাকাটা করার। বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা ও প্রচুর পোশাক কিনতে পারেন। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে ভ্রমণের যোগ আছে। সন্ধেবেলা কোনও সামাজিক অনুষ্ঠানে কোনও ব্যক্তির সঙ্গে আলাপ হতে পারে।  

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২৩

...মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) 
নতুন কাজে হাত দেওয়ার জন্য সবচেয়ে ভালো সময়। ব্যবসায়ীরা ও চাকুরীজীবীদের জন্য সময়টি অতীব ভালো। কারণ ঊর্ধ্বতনেরা খুবই খুশি হবেন। সরকারের কাছ থেকে উপকৃত হওয়ার সম্ভাবনা আছে। প্রেম নিয়ে চিন্তা ভাবনায় কিছু আকস্মিক পরিবর্তন আসতে পারে।  

শুভ রং : আকাশী,  শুভ সংখ্যা : ৩১

বাংলাদেশ সময়: ০২৩৮ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।