ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

নিজেকে সংযত রাখুন মীন, ধৈর্য ধরুন তুলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, মে ২৪, ২০১৮
নিজেকে সংযত রাখুন মীন, ধৈর্য ধরুন তুলা রাশিফল

আজ ১১ জ্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ, ২৫ মে ২০১৮ ইং এবং ৮ রমজান ১৪৩৯ হিজরি রোজ শুক্রবার, তিথি : শুক্ল একাদশী, নক্ষত্র : হস্তা। সূর্যোদয় ৫:১৪ ও সূর্যাস্ত ৬:৩৯। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা মিথুন রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী।

মেষমেষ: ২১ মার্চ - ২০ এপ্রিল
ব্যবসায় পরিশ্রম ও মনোনিবেশ করলে সাফল্য পাবেন। চাকরিক্ষেত্রে প্রতিপত্তি বাড়বে।

দৈনন্দিন কাজে সাফল্য আসবে। ব্যবসা শুভ নয়।  

বৃষবৃষ: ২১ এপ্রিল - ২০ মে
কেউ ক্ষতির চেষ্টা করলেও সফল হবে না। অসামাজিক কাজে জড়িত থাকার অপবাদ আসতে পারে। নিজের দোষে কোনো কাজে ক্ষতি হতে পারে।

মিথুনমিথুন: ২১ মে - ২০ জুন
মানসিক অবসাদে কাজকর্মে মন বসবে না। স্ত্রী সহানুভূতি লাভ করবেন। দাম্পত্য জীবন শান্তিপূর্ণ হবে। চাকরিক্ষেত্রে অস্থিরতা দেখা দিতে পারে।  

কর্কটকর্কট: ২১ জুন - ২০ জুলাই
ব্যবসায় প্রতিযোগিতা থাকলেও অসুবিধা হবে না। সমাজসেবামূলক কাজে সম্মান পাবেন। বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে পরিচয়ের সুযোগ আসবে।
 
সিংহসিংহ: ২১ জুলাই - ২১ আগস্ট
কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। প্রতিবেশীর বিবাদে জড়িয়ে নিজের ক্ষতি করবেন না। পরিশ্রম ও চিন্তার ফলে মানসিক অবসাদ দেখা দেবে। হঠাৎ কোনো ঘটনায় মন চঞ্চল হতে পারে।

কন্যাকন্যা: ২২ আগস্ট - ২২ সেপ্টেম্বর
কর্মপ্রার্থীরা বিশেষ সুযোগ পেতে পারেন। পরিবারের কারও অসুস্থতায় সঙ্কট দেখা দেবে। কোনো গুরুত্বপূর্ণ কাজে জটিলতা দেখা দিতে পারে।  

তুলাতুলা: ২৩ সেপ্টেম্বর - ২২ অক্টোবর
সাংসারিক ব্যাপারে ধৈর্যের সঙ্গে চলা দরকার। অভিনেতা-অভিনেত্রীদের সাফল্য লাভ। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন অধ্যায় শুরু হতে পারে।  

বৃশ্চিকবৃশ্চিক: ২৩ অক্টোবর - ২১ নভেম্বর
নিজের বা পরিবারের কারও দুর্ঘটনার আশঙ্কা আছে। ব্যয় বৃদ্ধির কারণে সাংসারিক কলহ দেখা দিতে পারে। আইনজ্ঞদের সাফল্য আসবে।

...ধনু: ২২ নভেম্বর - ২০ ডিসেম্বর
নিজের ভাবপ্রবণতা দমন করে ধৈর্য ধরে কাজ করবেন। শিল্পী ও সাহিত্যিকদের যশ ও প্রতিপত্তি বাড়বে। শরীরিক অবনতি ও অর্থব্যয়।

..মকর: ২১ ডিসেম্বর - ১৯ জানুয়ারি
অনেক কাজ অসম্পূর্ণ থেকে যেতে পারে। স্ত্রী বা মায়ের সহানুভূতি লাভ করবেন। নতুন কোনো ব্যবসার সূত্র থেকে অর্থপ্রাপ্তির যোগ।  

..কুম্ভ: ২০ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি
প্রতিরক্ষা বিভাগে নিযুক্তদের উন্নতি। হিসাব পরীক্ষকদের কর্মক্ষেত্রে আয় বৃদ্ধির সুযোগ আসবে। কোনো বন্ধু বিয়োগে মানসিক আঘাত পেতে পারেন।

..মীন: ১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ
নিজেকে সংযত রাখবেন। বেকারদের চাকরির সুযোগ আসতে পারে। স্ত্রী সহানুভূতি লাভ করবেন। দাম্পত্য জীবন শান্তিপূর্ণ হবে। চাকরিক্ষেত্রে অস্থিরতা দেখা দিতে পারে।  

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, মে ২৫, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।