মà§à¦·
মেষ: ২১ মার্চ - ২০ এপ্রিলব্যবসা শুভ হলেও অর্থ পেতে বিলম্ব হবে। অসৎসঙ্গ ত্যাগ না করলে ক্ষতির আশঙ্কা।
বà§à¦·
বৃষ: ২১ এপ্রিল - ২০ মেব্যয়বাহুল্যের ফলে দাম্পত্য কলহ দেখা দিতে পারে। বাবার স্বাস্থ্যের জন্য চিন্তা। অর্থব্যয় হবে। বুদ্ধি ও বিবেচনার দ্বারা অগ্রসর হবেন।
মিথà§à¦¨
মিথুন: ২১ মে - ২০ জুনকোনো বিশিষ্ট ব্যক্তির সহায়তা লাভ করবেন। কোনো ভাইয়ের ব্যবহারে দুঃখ পেতে পারেন। বাবার স্বাস্থ্যের জন্য চিন্তা ও অর্থ ব্যয় হবে।
à¦à¦°à§à¦à¦
কর্কট: ২১ জুন - ২০ জুলাইমানসিক অবসাদের ফলে কাজ-কর্মে মন বসবে না। চাকরিক্ষেত্রে পরিবর্তনের যোগ আছে। নিজেকে সংযত করলে অর্থচিন্তা থাকবে না।
সিà¦à¦¹
সিংহ: ২১ জুলাই - ২১ আগস্টধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। বাবার স্বাস্থ্যের জন্য চিন্তা ও অর্থব্যয়। কোন ভাইয়ের ব্যবহারে দুঃখ পেতে পারেন। কাজকর্মে পরিশ্রম বাড়বে।
à¦à¦¨à§à¦¯à¦¾
কন্যা: ২২ আগস্ট - ২২ সেপ্টেম্বরপারিবারিক ক্ষেত্রে শান্তি বজায় থাকবে। দৈনন্দিন কাজকর্মেও কিছু শুভফলের আশা করতে পারেন। আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হবে। পারিবারিক সমস্যার কিছু সমাধান করবেন।
তà§à¦²à¦¾
তুলা: ২৩ সেপ্টেম্বর - ২২ অক্টোবরচাকরিক্ষেত্রে কোনো সংবাদে চিন্তা বাড়বে। মাথা ঠাণ্ডা রেখে কাজ করবেন। মানসিক চঞ্চলতায় কাজকর্মে কিছু ত্রুটি দেখা দিতে পারে।
বà§à¦¶à§à¦à¦¿à¦
বৃশ্চিক ২৩ অক্টোবর - ২১ নভেম্বরকোনো আত্মীয়ের সমস্যায় ব্যস্ত হতে পারেন। চলাফেরা করার সময় সতর্ক থাকবেন। শিক্ষক ও অধ্যাপকদের আর্থিক উন্নতি ঘটবে।
...
ব্যবসায়ীদের কিছু অর্থ অনাদায়ী থেকে যেতে পারে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। কোনো সংবাদে বিচলিত হতে পারেন।
..
কারও ব্যাপারে কৌতূহল দেখাবেন না। স্বাস্থ্যের যত্ন নেবেন। আপনার রাজনৈতিক প্রভাবে ঈর্ষান্বিত হয়ে কেউ আপনার ক্ষতির চেষ্টা করবে।
..
হোটেল বা খাদ্যদ্রব্য ব্যবসায় আংশিক লাভ হবে। স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। চাকরিক্ষেত্রে কোনো কারণে অসন্তোষ দেখা দিতে পারে।
..
কোনো বন্ধুর সঙ্গে মতবিরোধ ঘটতে পারে। কাজকর্মের চাপ বাড়ার ফলে পরিশ্রম বাড়বে। কোনো শুভ সংবাদ পেতে পারেন। ব্যবসাক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ আসবে।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মে ২৮, ২০১৮
এএ