ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

আয় বাড়বে তুলার, নতুন ব্যবসার ঝুঁকি নয় বৃশ্চিকের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
আয় বাড়বে তুলার, নতুন ব্যবসার ঝুঁকি নয় বৃশ্চিকের রাশিফল

আজ ১২ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, ২৬ জুন ২০১৮ ইং, ১০ শাওয়াল ১৪৩৯ হিজরি, রোজ মঙ্গলবার, তিথি: শুক্ল ত্রয়োদশী, নক্ষত্র: অনুরাধা। সূর্যোদয় ৫:১৪ ও সূর্যাস্ত ৬:৫০। পাশ্চাত্য জ্যোতিষশাস্ত্র মতে এইদিনে যাদের জন্ম তারা কর্কট রাশির জাতক/জাতিকা।

প্রকৃতিগতভাবে আপনি: বুধপ্রধান ব্যক্তি হয় উদ্যমশীল, চঞ্চলমতি, হাস্যকৌতুক ও আনন্দপ্রিয়। স্বভাবচরিত্র বোঝা যায় না।

চিন্তাশীল ও বাকপটু, মেধাবী অস্থিরমনা। আইনবিদ্যা, চিকিৎসা, রসায়ন বিজ্ঞান, গণিত ইত্যাদি বিষয়ে পটু হয়ে থাকেন। গরম খাবার বা জিনিস এদের জন্য ক্ষতিকারক।

..মেষ: ২১ মার্চ - ২০ এপ্রিল

আপনার যোগ্যতা থাকলেও মনস্থিরতার অভাবে কিছু সুযোগ হারাবেন। অত্যধিক কাজের চাপে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে।

..বৃষ: ২১ এপ্রিল - ২০ মে

অসতর্কতার জন্য কোন জিনিসের ক্ষতি বা অর্থক্ষতির আশঙ্কা আছে। সরকারি চাকরিতে কোন সুখবর পেতে পারেন। নিজেকে নির্লিপ্ত রাখবেন।

...মিথুন: ২১ মে - ২০ জুন

পরিবারের কারোর ব্যবহারে অশান্তি বা দুঃখ পাওয়ার সম্ভাবনা আছে। পরিবারের কেউ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে পারে।

...কর্কট: ২১ জুন - ২০ জুলাই

পরিবারের কারোর ব্যবহারে অশান্তি বা দুঃখ পাওয়ার সম্ভাবনা আছে। পরিবারের কেউ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে পারে।

...সিংহ: ২১ জুলাই - ২১ আগস্ট

আপনার অসহিষ্ণু মনোভাবের জন্য কাউকে রূঢ় কথা বলে ফেলতে পারেন। পরে অনুতপ্ত হবেন। কোন বন্ধুর মাধ্যমে চাকরির ক্ষেত্রে সুফল পাবেন।

..কন্যা:  ২২ আগস্ট - ২২ সেপ্টেম্বর

বয়স্ক কর্মক্ষম ব্যক্তিরা নতুন কোন উপার্জনের সুযোগ পাবেন। আপনার মনের মধ্যে কোন না কোনভাবে একটা অভাববোধ থাকবে। কোষ্ঠকাঠিন্যে কষ্ট পাবেন। শরীর স্বাস্থ্য ভালো যাবে না।

..তুলা: ২৩ সেপ্টেম্বর - ২২ অক্টোবর

আয় বাড়বে। অনাদায়ী অর্থ হাতে আসার ফলে আর্থিক চিন্তা কিছুটা হ্রাস পাবে। কোন সন্তানের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে। চাকরিক্ষেত্রে আপনার একাগ্রতা ও নিয়মানুবর্তিতা উন্নতির পথ প্রশস্ত করবে।

...বৃশ্চিক: ২৩ অক্টোবর - ২১ নভেম্বর

এখনই নতুন ব্যবসার ঝুঁকি নেবেন না। শ্লেষ্মাজনিত কারণে কষ্ট পাবেন। বাত, ব্যথা এবং পেটের সমস্যায় ভুগবেন। প্রাপ্তি যোগ আছে।

...ধনু: ২২ নভেম্বর - ২০ ডিসেম্বর

কোন শুভ সংবাদে উৎফুল্ল হতে পারেন। দাম্পত্য অশান্তি। স্ত্রীর দিক থেকে আর্থিক সাহায্য পাওয়ায় নতুন কোন পরিকল্পনা হতে পারে।

...মকর: ২১ ডিসেম্বর - ১৯ জানুয়ারি

আপনার সহানুভূতি থেকে বঞ্চিত কোন আত্মীয়ও শত্রু হয়ে উঠবে। সতর্ক থাকুন। পারিবারিক বিষয়ে বাবার সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে।

...কুম্ভ: ২০ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি

চাকরিক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতায় অনেক কাজ শেষ করতে পারবেন। আর্থিক চিন্তা থাকবে। পরিবারের ভেতরে মতবিরোধ দেখা দেবে।

...মীন: ১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ

কোন কারণে মন বিক্ষিপ্ত থাকার ফলে কাজকর্মে অনীহা দেখা দেবে। ব্যবসায় পুনঃঅর্থ বিনিয়োগের আগে চিন্তা করুন। পরিবারের কারোর বড় ধরনের অসুস্থতা আপনাকে হতাশাগ্রস্ত করতে পারে।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ২৬, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।