ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

সহকর্মীদের সহযোগিতা পাবেন কুম্ভ, চিন্তা বাড়বে মকরের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, জুলাই ৭, ২০১৮
সহকর্মীদের সহযোগিতা পাবেন কুম্ভ, চিন্তা বাড়বে মকরের রাশিফল

আজ ২৪ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, ৮ জুলাই ২০১৮ ইং এবং ২৩ শাওয়াল ১৪৩৯ হিজরি রোজ রোববার, তিথি: কৃষ্ণ দশমী, নক্ষত্র: অশ্বিণী। সূর্যোদয় ৫:১৮ ও সূর্যাস্ত ৬:৫০। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশির জাতক/জাতিকা।

..মেষ ২১ মার্চ-২০ এপ্রিল
হুজুগের মাথায় কোনো সিদ্ধান্ত নিলে পরে আফসোস করতে হবে। স্নায়ুঘটিত কোনো রোগে গোড়াতেই সতর্ক হবেন।

পরের উপকার করতে গিয়ে নিজের কিছু ক্ষতি হতে পারে।  

..বৃষ ২১ এপ্রিল-২০ মে
চাকরিক্ষেত্রে অস্থিরতা দেখা দিতে পারে। বেশি ব্যয়ে চিন্তায় থাকবেন। কাউকে টাকা ধার দিলে ফেরৎ পেতে বিলম্ব হবে। স্ত্রীর স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন।  

...মিথুন ২১ মে-২০ জুন
সরকারি চাকরিতে দায়িত্ব বৃদ্ধি পাবে। ব্যবসায়ে নতুন যোগাযোগ হতে পারে। পারিবারিক সমস্যার সমাধান হবে। তর্ক-বিবাদ এড়িয়ে চলবেন।  

...কর্কট ২১ জুন-২০ জুলাই
কর্ম উপলক্ষে বাইরে যেতে হতে পারে। বৃহস্পতি আপনার সহায় থাকলে কোনো অসুবিধে হবে না। আগুন থেকে দূরে থাকবেন। হঠাৎ অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে।

...সিংহ ২১ জুলাই-২১ আগস্ট
কোনো শুভ সংবাদ পেতে পারেন। কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। কোনো রাজনৈতিক সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। আয়ের নতুন কোনো সুযোগ আসতে পারে।

..কন্যা ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর
সুযোগের সদ্ব্যবহার করতে পারলে প্রতিষ্ঠা লাভ করতে পারেন। বিশিষ্ট ব্যক্তিকে বন্ধু হিসেবে পেতে পারেন। কোনো সম্পত্তি লাভের যোগ আছে। স্বাস্থ্য মধ্যম।  

..তুলা ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
রাজনীতিতে বা সমাজসেবামূলক কাজে সুনাম পাবেন। কাজকর্মে নতুন সুযোগ পাবেন। ছাত্র-ছাত্রীদের সাফল্য লাভ হবে। বস্ত্র ব্যবসায়ীরা লাভবান হবেন।
 
...বৃশ্চিক ২৩ অক্টোবর-২১ নভেম্বর
গৃহে কোনো আনন্দ অনুষ্ঠান হতে পারে। ব্যবসায় প্রতিযোগিতা থাকলেও অসুবিধে হবে না। দৈনন্দিন কাজকর্মে সাফল্য লাভ করবেন। যানবাহন থেকে সতর্ক থাকবেন।  

...ধনু ২২ নভেম্বর-২০ ডিসেম্বর
শারীরিক সুস্থ্যতা থাকবে। কাউকে বিশ্বাস করলে ঠকবেন। পারিবারিক কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। হঠাৎ শরীরে আঘাত লাগতে পারে। সতর্ক থাকুন।

...মকর ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
দৈনন্দিন কাজকর্মে পরিশ্রম বেশি হবে। পাওনা অর্থ কিছু আদায় হবার সম্ভাবনা। বিভিন্ন চিন্তার মধ্যে থাকতে হতে পারে। অসমাপ্ত কাজ শেষ করতে পেরে শান্তিপাবেন।  

...কুম্ভ ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
চাকরিক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। কোনো নারীর সান্নিধ্যে আনন্দ লাভ। কোনো সন্তানের জন্য দুর্ভাবনা হবে। চন্দ্র আপনাকে অশুভ ফল প্রদান করতে পারে।

...মীনা ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
অর্থ হাতে এলেও ব্যয় বেশি হবে। কোনো আত্মীয় সমস্যায় ব্যস্ত হতে পারেন। সমস্যা এলেও বিব্রত হবেন না। পিতার সহযোগিতা পাবেন। দাম্পত্য জীবন সুখের বলা যায়।  

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।