ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

প্রতারিত হতে পারেন মিথুন, আর্থিক অসুবিধায় মকর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
প্রতারিত হতে পারেন মিথুন, আর্থিক অসুবিধায় মকর রাশিফল

আজ ৩০ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, ১৪ জুলাই ২০১৮ ইং, ২৯ শাওয়াল ১৪৩৯ হিজরি, রোজ শনিবার, তিথি: শুক্ল দ্বিতীয়া, নক্ষত্র: পুষ্যা। সূর্যোদয় ৫:২০ ও সূর্যাস্ত ৬: ৪৯ ঘণ্টা। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশির জাতক/জাতিকা।

মেষমেষ: ২১ মার্চ - ২০ এপ্রিল
সামান্য কোন কারণে উত্তেজিত হয়ে উঠতে পারেন। যেকোন কাজ করার আগে সবদিক বিবেচনা করে নেবেন।

স্বাস্থ্য বিশেষ ভালো যাবে না।  

বৃষবৃষ: ২১ এপ্রিল - ২০ মে
কোন কারণে পারিবারিক ব্যয় বৃদ্ধি পাবে। ক্রীড়াক্ষেত্রে সুনাম পাবেন। কোন শুভ সংবাদে আনন্দ পাবেন। মামলা সংক্রান্ত ব্যাপারে কোন সমাধান হতে পারে।

মিথুনমিথুন: ২১ মে - ২০ জুন
কারো প্ররোচণায় কোন কাজ করবেন না। প্রতারিত হতে পারেন। বিশেষ কোনো কাজে অবহেলা করবেন না। কারোর প্ররোচণায় কোন কাজ করবেন না।  

কর্কটকর্কট: ২১ জুন - ২০ জুলাই
শারীরিক অসুস্থতায় সাবধান হবেন। ঘরে কোন মূল্যবান বস্তু চুরি যাওয়ার সম্ভাবনা আছে। প্রতারিত হতে পারেন। চাকরিক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন।  

সিংহসিংহ: ২১ জুলাই - ২১ আগস্ট
সামাজিক কাজে সুনাম পাবেন। সাহিত্যিকদের সুনাম ও অর্থপ্রাপ্তির যোগ আছে। প্রয়োজনে ঋণ হতে পারে। অযথা কোন ব্যাপারে ঝুঁকি নেবেন না।  

কন্যাকন্যা: ২২ আগস্ট - ২২ সেপ্টেম্বর
কাজকর্মের চাপ বৃদ্ধি পাওয়ার ফলে দৈহিক ক্লান্তি আসবে। আর্থিক উন্নতির সুযোগ আসতে পারে। কোন গুরুজনের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে।  

তুলাতুলা: ২৩ সেপ্টেম্বর - ২২ অক্টোবর
অবিবাহিতদের বিয়ের ব্যাপারে যোগাযোগ ত্বরান্বিত হতে পারে। কোন শুভ সংবাদে মন প্রফুল্ল থাকবে। চিকিৎসকদের শুভ। কারো কাছে গচ্ছিত রাখা টাকা ফেরৎ পেতে হয়রানী হতে হবে।

বৃশ্চিকবৃশ্চিক: ২৩ অক্টোবর - ২১ নভেম্বর
মিতব্যয় হতে পারলে অর্থাভাব হবে না। কোন অর্থ সম্পদ ফেরৎ পেতে পারেন। কাজকর্মে উদাসিনতা আসতে পারে। আপনার উদারতার ফলে নিজের কিছু ক্ষতিও হবে।

...ধনু: ২২ নভেম্বর - ২০ ডিসেম্বর
কোন মিথ্যা অপবাদে জড়িয়ে পড়তে পারেন। কোন বন্ধু বা আত্মীয়ের অসুস্থতায় ব্যস্ত হবেন। কেউ আপনার বিশ্বাস ভঙ্গ করতে পারে। হঠাৎ অর্থ পেতে পারেন।  

..মকর: ২১ ডিসেম্বর - ১৯ জানুয়ারি
আর্থিক অসুবিধায় পড়তে পারেন। উদরপীড়ায় আক্রান্ত হতে পারেন। ব্যবসায় আইনগত কোন সমস্যা দেখা দিতে পারে। সঠিক হিসাবপত্র বা আর্থিক বিষয়ে সতর্ক থাকা দরকার।  

..কুম্ভ: ২০ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি
অর্থক্ষতির আশঙ্কা রয়েছে। পারিবারিক কলহে মন বিক্ষিপ্ত থাকবে। এখনই কোন ভ্রমণে যাবেন না। দুর্ঘটনার যোগ আছে। আপনার দক্ষতার জন্য চাকরির মেয়াদ বৃদ্ধি হতে পারে।

..মীনা: ১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ
কোন সন্তানের জন্য চিন্তা হবে। কর্মোপলক্ষে বাইরে যেতে হতে পারে। চাকরিক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে। আপনার প্রতিভার বিকাশ পাবে। সমাজে সম্মান পাবেন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।