ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

শিক্ষায় অগ্রগতি কর্কটের, কন্যার পরিবারে অশান্তি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
শিক্ষায় অগ্রগতি কর্কটের, কন্যার পরিবারে অশান্তি রাশিফল-প্রতীকী

আজ ৩ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, ১৮ জুলাই ২০১৮ ইং এবং ৪ জিলক্বদ ১৪৩৯ হিজরি রোজ বুধবার, তিথি : শুক্ল ষষ্ঠী, নক্ষত্র : উত্তরফাল্গুণী। সূর্যোদয় ৫:২২ ও সূর্যাস্ত ৬:৪৮। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশির জাতক/জাতিকা।

মেষমেষ ২১ মার্চ - ২০ এপ্রিল
সাহিত্যিকদের সাহিত্য সৃষ্টির ব্যাপারে উৎসাহ বাড়বে। বিবাহে ইচ্ছুক জাতক-জাতিকার স্বেচ্ছা বিবাহের পক্ষে সময়টা অনুকূল বলা যায়।

 

বৃষবৃষ ২১ এপ্রিল - ২০ মে
ব্যবসায়ীদের আয়কর সংক্রান্ত ব্যাপারে দুশ্চিন্তা হবে। রাস্তা-ঘাটে সাবধানে চলাচল করবেন। শিক্ষক-শিক্ষিকাদের কোনো বিশেষ সুযোগ আসতে পারে।  

মিথুনমিথুন: ২১ মে - ২০ জুন
ক্ষুদ্র পোশাক-পরিচ্ছদ বিক্রেতাদের আশানুরূপ লাভ হবে না। কোনো অঙ্গের অসাড়তার জন্য সতর্ক হবেন। প্রেমের ক্ষেত্রে বদনাম হবে। আয় উপার্জন ভালো।  

কর্কটকর্কট: ২১ জুন - ২০ জুলাই
চাকরিক্ষেত্রে অহেতুক মতানৈক্য দেখা দিতে পারে। তর্ক-বিবাদে জড়াবেন না। শিক্ষার্থীদের শিক্ষায় অগ্রগতি ঘটবে। নতুন কোনো পরিকল্পনা সফল হবে।  

সিংহসিংহ: ২১ জুলাই - ২১ আগস্ট
দূরে কোথাও ভ্রমণ হতে পারে। চলাফেরায় সতর্ক থাকবেন। সরকারি উচ্চপদাধীকারীদের অন্যত্র বদলির সম্ভাবনা। পরিবারের চির প্রচলিত কোনো অনুষ্ঠানে বাধা পড়ার আশঙ্কা।  

কন্যাকন্যা: ২২ আগস্ট - ২২ সেপ্টেম্বর
বেকারদের কোনো সুযোগ আসবে। নতুন কাজের মাধ্যমে আর্থিক উন্নতির সম্ভাবনা। পরিবারের কারও জন্য অশান্তি হতে পারে। গবেষণামূলক কাজে সাফল্য পাবেন।  

তুলাতুলা: ২৩ সেপ্টেম্বর - ২২ অক্টোবর
অবহেলার কারণে অর্থপ্রাপ্তিতে বিলম্ব হবে। ভ্রমণ শুভ। আপনার ধর্মীয় বিশ্বাসের সুযোগ নিয়ে কেউ ক্ষতি করতে পারে। সুতরাং, সাবধানে থাকবেন। সন্তানদের জন্য কোনো কারণে দুশ্চিন্তা হবে।  

বৃশ্চিকবৃশ্চিক: ২৩ অক্টোবর - ২১ নভেম্বর
বুদ্ধিজীবীদের কাজে অগ্রগতি। মনের কোনো আশা পূরণ হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসাক্ষেত্রে শত্রুতা বাড়তে পারে। পারিবারিক ক্ষেত্রে কোনো বিপরীত লিঙ্গের দ্বারা সমস্যার সৃষ্টি হবে।  

ধনু ধনু: ২২ নভেম্বর - ২০ ডিসেম্বর
অবিবাহিতদের বিয়ের ব্যাপারে অগ্রগতি হবে। পারিবারিক সমস্যার সমাধান করতে পারবেন। চাকরিক্ষেত্রে বদলির সম্ভাবনা। কাউকে কোনো ব্যাপারে বিমুখ করে শেষে দুঃখ পেতে পারেন।  

মকরমকর: ২১ ডিসেম্বর - ১৯ জানুয়ারি
যাকে সাহায্য করা একান্ত দরকার সেটা করতে দ্বিধা করবেন না। সন্তানের কারণে অর্থব্যয় হবে। পারিবারিক ক্ষেত্রে ঝামেলা হবে। পরীক্ষার্থীদের সময়টা অনুকূল বলা যায়।

কুম্ভ কুম্ভ: ২০ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি
সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করে আনন্দ পাবেন। বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে পরিচিত হবার সুযোগ আসবে। স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখবেন।  

মীনমীন: ১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ
অবিবাহিতদের বিবাহের যোগ। ব্যয় বাড়বে। সাহিত্যিকদের কোনো লেখা বিশেষভাবে সমাদৃত হবে। সংবাদপত্র মালিকদের বিশেষ কোনো অসুবিধা দেখা দিতে পারে।  

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।