ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

অনুকূল সময়ে মেষ, চাকরি পাবেন কুম্ভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮
অনুকূল সময়ে মেষ, চাকরি পাবেন কুম্ভ রাশিফল

আজ ১০ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, ২৫ জুলাই ২০১৮ ইং এবং ১১ জিলক্বদ ১৪৩৯ হিজরি রোজ বুধবার। তিথি : শুক্ল ত্রয়োদশী, নক্ষত্র : মূলা। সূর্যোদয় ৫:২৫ ও সূর্যাস্ত ৬:৪৬। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা সিংহ রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী।

মেষমেষ: ২১ মার্চ - ২০ এপ্রিল
ভ্রমণ শুভ। সময়টা আপনার অনুকূল বলা যায়।

কোন শুভ সংবাদ পেতে পারেন। সরকারি চাকরিতে সুনাম পাবেন। মানসিক প্রফুল্লতা বজায় থাকবে।

বৃষবৃষ: ২১ এপ্রিল - ২০ মে
আয় বাড়বে। পৈত্রিক কোন সম্পত্তির বিষয়ে সমস্যা দেখা দিতে পারে। বুদ্ধির দ্বারা কার্যোদ্ধার করতে পারবেন। ব্যবসার দিক থেকে শুভ বলা যায়। দাম্পত্য জীবনে দ্বন্দ্ব দেখা দিতে পারে।

মিথুনমিথুন: ২১ মে - ২০ জুন
ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হতে পারেন। সাংবাদিকদের পরিশ্রম বেশি হলেও সাফল্য ও সুনাম আসবে। বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি বৃদ্ধি পাবে। ছাত্র-ছাত্রীদের কিছু সমস্যা আসতে পারে।

কর্কটকর্কট: ২১ জুন - ২০ জুলাই
সতর্ক থাকুন। অসাবধানতার জন্য কোন জিনিসের ক্ষতি বা অর্থ ক্ষতি হতে পারে। পায়ে বা মাথায় আঘাত লাগার সম্ভাবনা আছে। চিকিৎসকদের প্রসার বৃদ্ধি পাবে।

সিংহসিংহ: ২১ জুলাই - ২১ আগস্ট
সুনাম বৃদ্ধি পাবে। নিজের কোন দোষে অপরকে অপরাধী করবেন না। পিতার স্বাস্থ্যের অবনতিতে অর্থ ব্যয়। মানসিক কষ্ট হবে। সরকারি চাকরিতে বিশেষ কোন সুযোগ পাবেন। চ্যাটার্ড-অ্যাকাউন্টস পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা আছে। চাকরির প্রার্থীরা সুযোগ পেতে পারেন। কোন বন্ধুর জন্য কিছু ত্যাগ স্বীকার করতে হতে পারে।

কন্যাকন্যা:  ২২ আগস্ট - ২২ সেপ্টেম্বর
ব্যয় বৃদ্ধি হবে। আপনার মৌলিক কোন চিন্তা বাস্তবায়িত হতে পারে। দৈনন্দিন কাজকর্মে আপনার উপস্থিত বুদ্ধি সহায়ক হবে। কোন তর্ক-বিবাদে যাবেন না।
 
তুলাতুলা: ২৩ সেপ্টেম্বর - ২২ অক্টোবর
শরিকি সম্পত্তি বা অংশীদারী ব্যবসায় অশান্তি দেখা দিতে পারে। পারিবারিক দিক শুভ বলা যায়। কোন সমাজসেবামূলক কাজে সম্মান পাবেন।

বৃশ্চিকবৃশ্চিক: ২৩ অক্টোবর - ২১ নভেম্বর
ক্ষুদ্র শিল্পপতিদের কোন পরিবর্তন আসতে পারে। অনেকে মিলে কোন অভিযানে যেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে নতুন কোন ব্যবসাও করতে পারেন। দুশ্চিন্তা হবে।

...ধনু: ২২ নভেম্বর - ২০ ডিসেম্বর
প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে পারেন। মহিলাদের চাকরির সুযোগ আসতে পারে। নিজেদের পছন্দের বিবাহে মত পেতে পারেন। শুভ কর্মফল।

..মকর: ২১ ডিসেম্বর - ১৯ জানুয়ারি
চলাফেরায় সাবধানতা অবলম্বন করবেন। পায়ে আঘাত লাগার সম্ভাবনা আছে। বয়স্কদের স্বাস্থ্যের অবনতিতে সাবধান হবেন। নতুন কাজে অগ্রগতি হবে।

..কুম্ভ ২০ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি
বেকারদের চাকরির সুযোগ আসবে। প্রাপ্তি যোগ আছে। উৎপাদনশীল কারখানার মালিকদের কোন সঙ্কট দেখা দিতে পারে।  মনের আশা পূর্ণ হবে। ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসায় উন্নতির যোগ আছে।

..মীন: ১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ
পিতার স্বাস্থ্যের অবনতিতে অর্থ ব্যয়। তর্ক-বিবাদ এড়িয়ে চলবেন। অধিক পরির্শমে অর্থ আসতে পারে। চাকরিতে বিশেষ কোন সুযোগ পাবেন।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।