ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

মানসিক অশান্তিতে ধনু, সিংহের ভ্রমণের সম্ভাবনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৮
মানসিক অশান্তিতে ধনু, সিংহের ভ্রমণের সম্ভাবনা রাশিফল

আজ ১৩ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, ২৮ জুলাই ২০১৮ ইং এবং ১৪ জিলক্বদ ১৪৩৯ হিজরি রোজ শনিবার, তিথি: কৃষ্ণ প্রতিপদ, নক্ষত্র: শ্রবণা। সূর্যোদয় ৫:২৭ ও সূর্যাস্ত ৬:৪৫। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা সিংহ রাশির জাতক/জাতিকা।

মেষমেষ: ২১ মার্চ - ২০ এপ্রিল
পারিবারিক কোন কাজে ব্যস্ত হতে পারেন। চাকরিতে বদলির সম্ভাবনা আছে।

ব্যবসায় অহেতুক কোন ঝামেলায় জড়িয়ে বদনাম হতে পারে।

বৃষবৃষ: ২১ এপ্রিল - ২০ মে
রাজনীতির ক্ষেত্রেও সমস্যা আসতে পারে। হঠাৎ মায়ের শারীরিক অসুস্থার ফলে চিন্তা ও অর্থব্যয় হবে। ব্যয় বাড়ার ফলে চিন্তা বৃদ্ধি পাবে।
 
মিথুনমিথুন: ২১ মে - ২০ জুন
শিক্ষার্থীদের সাফল্য আসবে। ব্যবসায়ে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। সমাজসেবামূলক কাজে সম্মান পাবেন। চাকরিক্ষেত্রে কোনো সমস্যা আসতে পারে।

কর্কটকর্কট: ২১ জুন - ২০ জুলাই
সতর্ক থাকবেন। পরিবারের কারোর ব্যবহারে দুঃখ পেতে পারেন। সরকারি চাকরিতে কোনো দায়িত্বপূর্ণ কাজ নিয়ে চিন্তা থাকবে।

সিংহসিংহ: ২১ জুলাই - ২১ আগস্ট
চিকিৎসক ও আইনজ্ঞদের সুনাম ও অর্থ লাভ। চাকরির ক্ষেত্রে আয়বৃদ্ধি ও পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ভ্রমণ হতে পারে।

কন্যাকন্যা: ২২ আগস্ট - ২২ সেপ্টেম্বর
ব্যয় বৃদ্ধি হবে। ধৈর্যসহকারে কাজকর্ম করবেন। পারিবারিক শান্তিবজায় থাকবে। ব্যয়বৃদ্ধি হবে। গৃহে সংস্কারের কোনো কাজ হতে পারে।

তুলাতুলা: ২৩ সেপ্টেম্বর - ২২ অক্টোবর
কাজকর্মে পরিশ্রম বৃদ্ধি পেলেও সাফল্য পাবেন। কাজকর্মে সাফল্য পাবার ফলে উপার্জন বৃদ্ধি পাবে। গলার কোনো রোগে কষ্ট পেতে পারেন।

বৃশ্চিকবৃশ্চিক: ২৩ অক্টোবর - ২১ নভেম্বর
শিক্ষাক্ষেত্রে নিযুক্ত ব্যক্তিদের সুনাম ও অর্থলাভ। সাবধানে চলাফেরা করবেন। সৃষ্টিধর্মী কাজের সাফল্য আসবে। বিরোধ-বিতর্ক এড়িয়ে চলুন।   

...ধনু: ২২ নভেম্বর - ২০ ডিসেম্বর
সংসারে ব্যয়বৃদ্ধির ফলে অশান্তিদেখা দেবে। অযথা কারোর সঙ্গে তর্ক-বিবাদে মানসিক অশান্তিতে ভুগবেন। হঠাৎ অসুস্থ্য হতে পারেন।
..মকর: ২১ ডিসেম্বর - ১৯ জানুয়ারি
বিজ্ঞান ও মনস্তত্ব বিভাগের ছাত্র-ছাত্রীদের সাফল্য আসবে। অনাদায়ী অর্থ কিছু আদায় হবে। দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে লভ্যাংশ কম হবে।

..কুম্ভ: ২০ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি
কোনো আত্মীয় সমস্যায় বিব্রত হতে পারেন। অসমাপ্ত কাজ শেষ করতে পেরে মানসিক শান্তিপাবেন। শারীরিক কোনো ক্ষতির সম্ভাবনা আছে।

..মীন: ১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ
কোনো ব্যক্তির দ্বারা লাভের সুযোগ আসবে। শিক্ষাক্ষেত্রে সমস্যা আসতে পারে। ভুলের ফলে ক্ষতির সম্ভাবনা আছে। ভ্রমণে আনন্দলাভ করবেন।   

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮

এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।