ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

চাকরিক্ষেত্রে অস্থিরতা মীনের, সতর্ক থাকুন মেষ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
চাকরিক্ষেত্রে অস্থিরতা মীনের, সতর্ক থাকুন মেষ রাশিফল

আজ ১৫ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, ৩০ জুলাই ২০১৮ ইং এবং ১৬ জিলক্বদ ১৪৩৯ হিজরি রোজ সোমবার, তিথি : কৃষ্ণ তৃতীয়া, নক্ষত্র : ধনিষ্ঠা। সূর্যোদয় ৫:২৮ ও সূর্যাস্ত ৬:৪৪। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা সিংহ রাশির জাতক/জাতিকা।

..মেষ: ২১ মার্চ - ২০ এপ্রিল
চলাফেরায় সতর্ক থাকবেন। হিতৈষীজনকে ভুল বোঝা থেকে সতর্ক থাকুন।

সন্তানদের জন্য কোনো দুর্ভবানার আশঙ্কা আছে। পরীক্ষা বা চাকরির ব্যাপারে কোনো যোগাযোগ হবে।  


..বৃষ: ২১ এপ্রিল - ২০ মে
সম্ভাব্য ক্ষেত্রে সরকারি সহায়তা পেতে পারেন। ব্যবসায়ীদের হিসাবপত্র ঠিক রাখা দরকার। না হলে হঠাৎ কোনো গোলমাল হতে পারে। বিশেষ কোনো কারণে দিনটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।  


...মিথুন: ২১ মে - ২০ জুন
ব্যবসা ক্ষেত্রে ব্যস্ত থাকতে হতে পারে। ভ্রমণ শুভ হবে। অশুভ গ্রহের প্রভাবে যে কোনো ক্ষতি বা পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। বিভিন্ন বিষয়ে আর্থিক ব্যয় বেশি হতে পারে।  


...কর্কট: ২১ জুন - ২০ জুলাই
নিজের মর্যাদা রক্ষার জন্য কোনো ত্যাগ স্বীকার করতে হতে পারে। স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকবেন। কোনো সন্তানের চাকরিতে যোগদান হতে পারে।  


...সিংহ: ২১ জুলাই - ২১ আগস্ট
সাহিত্যিকের কোনো গ্রন্থ সমাদৃত হবে ও সম্মান বাড়বে। স্বাস্থ্য গোলমাল করবে। পরিকল্পনা অনুযায়ী কাজে সাফল্য আসবে। মাথা কিংবা পায়ে কোনো কষ্ট দেখা দিলে দ্রুত প্রতিকারের ব্যবস্থা নেবেন।  


..কন্যা:  ২২ আগস্ট - ২২ সেপ্টেম্বর
স্বেচ্ছা বিবাহে এখন রাজি না হওয়াই সমীচীন। বাড়ি-ঘর তৈরি অথবা কেনাকাটা আগে আইনের দিকটা ভালো করে দেখে নেবেন। বিপদে পড়ার আশঙ্কা আছে।  


..তুলা: ২৩ সেপ্টেম্বর - ২২ অক্টোবর
চাকরিক্ষেত্রে সুনাম বাড়লেও এখনই পদোন্নতির যোগ নেই। কেনা-বেচা ব্যবসায় লাভের সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রে অন্যের শত্রুতা সম্পর্কে সাবধান।


...বৃশ্চিক: ২৩ অক্টোবর - ২১ নভেম্বর
নিজের কোনো যোগ্যতার স্বীকৃতি পেতে পারেন। বিশিষ্টজনের সঙ্গ আনন্দ দিতে পারে। মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা শুভ ফল আসতে পারে। স্থাবর বা অস্থাবর সম্পত্তির জন্য অশান্তি দেখা দিতে পারে।


...ধনু: ২২ নভেম্বর - ২০ ডিসেম্বর
ভ্রমণ ব্যবসায়ও আর্থিক লাভের সুযোগ রয়েছে। ব্যবসার অর্থ বিনিয়োগের সুফল পাওয়ার সম্ভাবনা। কোনো নারীর দ্বারা আর্থিক উন্নতির যোগ রয়েছে।  


...মকর: ২১ ডিসেম্বর - ১৯ জানুয়ারি
পরদুঃখকাতরতা ও উদারতা অনেক সময় আপনার ক্ষতির কারণ হবে। বেসরকারি চাকরিক্ষেত্রে পদোন্নতির ঈঙ্গিত আছে। মাঝে মাঝে নির্জনতা ভালো লাগবে।  


...কুম্ভ ২০ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি
নতুন উদ্যোগ শুরু করার পরিকল্পনা করতে পারেন। যানবাহন চালকদের সতর্কতা অবলম্বন দরকার এমনকি রাস্তায় চলাফেরার সময়ও সতর্ক থাকবেন।


...মীন: ১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ
স্ত্রী সহানুভূতি লাভ করবেন। নিজেকে সংযত রাখবেন। চাকরিক্ষেত্রে অস্থিরতা দেখা দিতে পারে। বেকারদের চাকরির সুযোগ আসতে পারে। দাম্পত্য জীবন শান্তিপূর্ণ হবে।  

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।