ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

অন্ধবিশ্বাসে কর্কটের ক্ষতি, কন্যার শারীরিক কষ্ট বাড়বে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৮
অন্ধবিশ্বাসে কর্কটের ক্ষতি, কন্যার শারীরিক কষ্ট বাড়বে রাশিফল

আজ  ১৮ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ, ২ সেপ্টেম্বর ২০১৮ ইং এবং ২১ জিলহজ্ব ১৪৩৯ হিজরি রোজ রোববার, সূর্যোদয় ৫:৪১ ও সূর্যাস্ত ৬:১৭। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এ দিনে যাদের জন্ম তারা কন্যা রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী।

..মেষ ২১ মার্চ-২০ এপ্রিল
পিতা-মাতার স্বাস্থ্য ভালো থাকবে। শিক্ষার্থীদের মন ফেসবুক-টুইটার, প্রেম প্রসঙ্গ ও অনুচিত কাজের প্রতি আকৃষ্ট হয়ে পড়বে।

..বৃষ ২১ এপ্রিল-২০ মে
ঠাণ্ডা মাথায় কাজ করবেন। সামনে অনেক সুযোগ আসবে। কোনো বন্ধুবিয়োগে শোক পেতে পারেন।

...মিথুন ২১ মে-২০ জুন
ভ্রমণকালীন সময়ে অসুবিধা করতে পারে। উচ্চশিক্ষার সুযোগ আসবে। ব্যবসায়ীদের ব্যবসায় কোনো গোলমাল থাকলে সে সম্পর্কে সতর্ক থাকবেন।  

...কর্কট ২১ জুন-২০ জুলাই
কারো প্রতি অন্ধ বিশ্বাস ক্ষতির কারণ হবে। বিপরীত লিঙ্গের দ্বারা সহযোগিতা পাবে। নিজের ভুলের জন্য অর্থব্যয় হবে।

...সিংহ ২১ জুলাই-২১ আগস্ট
পিতা-মাতার স্বাস্থ্য বিশেষ ভালো না থাকলেও জীবনাবসানের আশঙ্কা কম। সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে।

..কন্যা ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর
স্ত্রীর স্বাস্থ্য ভালো যাবে না। অপ্রত্যাশিত কোনো ব্যাপারে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা। শারীরিক কষ্টের আশঙ্কা রয়েছে।

..তুলা ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
নতুন কোনো ব্যবসায় নামার আগে নিজের সামর্থ্য বিচার করে নেবেন। ব্যবসায়ীরা নানান অসুবিধার মধ্যে পড়তে পারেন। কিছু অর্থ হাতে আসার ফলে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে।
 
...বৃশ্চিক ২৩ অক্টোবর-২১ নভেম্বর
কলকারখানা বা ইঞ্জিনে যারা কাজ করেন সতর্ক থাকবেন। ঝুঁকিপূর্ণ কোনো কাজে হাত দেবেন না। মামলা সংক্রান্ত বিষয় সমাধান হবে।  

...ধনু ২২ নভেম্বর-২০ ডিসেম্বর
মামলা-মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা, শত্রু ও বিরোধীপক্ষের আচমকা আক্রমণ প্রভৃতিতে নাজেহাল হয়ে পড়তে হবে।

...মকর ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি 
কোন কাজে অর্থক্ষতি হতে পারে। ভ্রমণ শুভ। চাকরিক্ষেত্রে অনিশ্চয়তা দূর হবে। সাংসারিক ব্যয়বৃদ্ধি বা সন্তানদের অবিচেনাপূর্ণ কাজের ফলে অসহায় বোধ করবেন।

...কুম্ভ ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
নিঃসন্তান দম্পত্তির কোল আলোকিত হলেও সন্তানদের চিকিত্সা সংক্রান্ত ব্যয় বাড়বে। ভ্রাতা-ভগ্নিদের সঙ্গের দীর্ঘদিনের কলহ-বিবাদের মীমাংসা হবে।

...মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
অপরের ক্ষতি হতে পারে। অর্থকরী উদ্যম ও বিশেষ কোনো কাজে কৃতকার্য হওয়ার সম্ভাবনা। বিবাহিত কন্যার ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে।  

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।