ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

প্রেমের জন্য দিনটি শুভ তুলার, রসিকতা থেকে বিরত থাকুন বৃশ্চিক

রাশিফল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
প্রেমের জন্য দিনটি শুভ তুলার, রসিকতা থেকে বিরত থাকুন বৃশ্চিক

ঢাকা: আজ ১৩ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ, ২৭ জানুয়ারি ২০২১ এবং ১৩ জমাদিউস সানি ১৪৪২ হিজরি রোজ বুধবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা।

দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন।

জেনে নিন আপনার আজকের রাশিফল।

মেষ: (২১ মার্চ–২০ এপ্রিল)
কর্মক্ষেত্রে দীর্ঘদিনের কোনো সমস‌্যার সমাধান হবে। নিজ কর্মদক্ষতার জন্য অন্যের প্রশংসা পাবেন। সমাজকল‌্যাণে ব‌্যয় বাড়তে পারে।

বৃষ: (২১ এপ্রিল–২০ মে)
দূরের কোনো আত্মীয় অথবা বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। বাবার পরামর্শে ব‌্যবসায়ে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।

মিথুন: (২১ মে–২০ জুন)
আপনার আশা পূরণ হতে পারে। আপনার ভালবাসার জীবনে একটি আশ্চর্যজনক দিন হতে চলেছে।

কর্কট: (২১ জুন–২০ জুলাই)
শরীর ভালো রাখার জন্য আপনাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। অন্যথায় ক্লান্তি আপনার মধ্যে হতাশার সৃষ্টি করবে। কথা দেবেন না, যদি কথা রাখতে না পারেন।

সিংহ: (২১ জুলাই–২১ আগস্ট)
উচ্চ ক্যালোরিযুক্ত খাবার এড়িয়ে চলুন ও শরীরচর্চায় মনোযোগ দিন। ব্যবসায় বিনিয়োগ আপনার জন্য শুভ।

কন্যা: (২২ আগস্ট–২২ সেপ্টেম্বর)
ধর্মীয় আলোচনায় আপনার সুনাম বাড়বে। উপার্জন নিয়ে মনে প্রচুর ক্লেশ বা অশান্তি থাকবে। ভ্রাতৃস্থানীয় কারো সঙ্গে বিবাদ হতে পারে।

তুলা: (২৩ সেপ্টেম্বর–২১ অক্টোবর)
প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হয়ে যাবে। সকাল থেকে অর্শ নিয়ে কষ্ট পেতে পারেন। আপনা অর্থ চুরি বা অপচয় হতে পারে।

বৃশ্চিক: (২২ অক্টোবর–২০ নভেম্বর)
আপনার রসিকতা অন্যের বিপদ ডেকে আনতে পারে। বাড়তি উপায়ের সম্ভাবনা আছে। শারীরিক রাগ বা জেদ করা থেকে বিরত থাকুন। অন্যথায় রক্তচাপ বাড়তে পারে।

ধনু: (২১ নভেম্বর–২০ ডিসেম্বর)
আবেগী হয়ে পড়তে পারেন, কাজেই অন্যদের সঙ্গে কথা বলার সময় সতর্ক থাকুন।

মকর: (২১ ডিসেম্বর-২০ জানুয়ারি):
চাপমুক্ত হতে মূল্যবান সময় আপনার বাচ্চাদের সঙ্গে কাটান। আপনি বাচ্চাদের উপশমকারী ক্ষমতা অনুভব করবেন।

কুম্ভ: (২১ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)
বিষাদ ঝেড়ে ফেলেন, যা আপনার উন্নতিকে ব্যাহত করছে। প্রেম হল অনুভব করার এবং আপনার ভালোবাসার মানুষটির সঙ্গে ভাগ করে নেওয়ার অনুভূতি।

মীন: (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ)
ভালোবাসার মানুষকে কঠিন কিছু না বলার চেষ্টা করুন। অন্যথায় আপনাকে অনুশোচনা করতে হতে পারে। এটি হল পেশাসংক্রান্ত সেইসব গুরুত্বপূর্ণ পরিবর্তন করার সময়, যা আপনি বেশ কিছু সময় ধরেই ভাবছিলেন।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।