ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

বিবাদে জড়িয়ে পড়তে পারেন ধনু, ব্যয় নিয়ন্ত্রণে রাখুন মীন

রাশিফল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, মে ১, ২০২১
বিবাদে জড়িয়ে পড়তে পারেন ধনু, ব্যয় নিয়ন্ত্রণে রাখুন মীন

আজ ১৮ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ, ০১ মে ২০২১ এবং ১৮ রমজান ১৪৪২ হিজরি রোজ শনিবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা।

দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।

মেষ: কারও কারণে আপনার ক্ষতি হতে পারে। শত্রুদের থেকে সতর্ক থাকুন। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। সম্পত্তি বিষয়ে ধীরগতিতে উন্নতি হবে। বিবাদ এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। সাবধানে গাড়ি চালান। জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন। স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকতে পারেন।

বৃষ: অযথা সমস্যার সম্মুখীন হতে পারেন। সমস্যা বাড়বে। অবসাদগ্রস্ত থাকবেন। রাগ নিয়ন্ত্রণে থাকুন। ক্ষতি হতে পারে। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। পরিবারের সদস্যদের সঙ্গে বাইরে যেতে পারেন। কাজ অগ্রসর হবে। অফিসের পরিবেশ সমস্যাসংকুল থাকবে। পরিবারের দায়িত্বের ভার থাকবে।  

মিথুন: দিন ভালো কাটবে। আত্মীয়দের সঙ্গে দেখা হবে। পরিবারে কেউ সাফল্য পাওয়ার ফলে আনন্দিত থাকবে। অফিসের কাজে যাত্রায় যেতে পারেন। ছাত্ররা পড়াশোনায় মনোনিবেশ করবেন। স্বাস্থ্য উন্নতি হবে। বয়স্কদের যত্ন নিন। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পাবেন।  

কর্কট: অসহায়দের সাহায্য করতে পারেন। কোনো কাজই এড়িয়ে যাবেন না। খাওয়া-দাওয়ার প্রতি যত্ন নিন। বাইরে যাওয়ার সময় প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখুন। আয়ের সুযোগ পাবেন। ঋণের টাকা ফিরে পেতে পারেন। ভাষায় নিয়ন্ত্রণ রাখুন। স্বাস্থ্য উন্নতি হবে। দাম্পত্য জীবন সুখে কাটবে।

সিংহ: বেশি রাত পর্যন্ত জেগে কাজ করবেন না। পরিবারের কোনো সদস্যের সঙ্গে মতভেদ হতে পারে। অবসাদগ্রস্ত থাকবেন। একা থাকতে পছন্দ করবেন। সামাজিক কাজে আর্থিক সাহায্য করতে পারেন। কোনো আত্মীয়ের পক্ষ থেকে অপ্রিয় সংবাদ পেতে পারেন। ক্ষতির সম্ভাবনা রয়েছে। বয়স্কদের সেবা করুন।

কন্যা: দায়িত্ব বেশি থাকবে। সময়ের মধ্যে অফিসের কাজ পূর্ণ করবেন। কোনো কাজের কারণে যাত্রায় যেতে পারেন। কোনো বন্ধুর কাছ থেকে সুসংবাদ পাবেন। সন্তানের সমস্যা দূর হবে। খাওয়া-দাওয়ার প্রতি যত্ন নিন। স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন। কাজে উন্নতি হবে।

তুলা: আটকে থাকা কাজ পূর্ণ হবে। ঝুঁকি নেবেন না। বিবাদের পরিস্থিতি তৈরি হতে পারে। কোনো কাজের কারণে যাত্রায় যেতে পারেন। পরিবারের সদস্যদের সহযোগিতা লাভ করবেন। ঋণের টাকা ফিরে পাবেন। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে। দিন ভালো কাটবে।

বৃশ্চিক: তরুণ-তরুণীরা সাফল্য লাভ করবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ করবেন। কাজ ভালো চলবে। সাবধানে লগ্নি করুন। অচেনা ব্যক্তিদের সঙ্গে বেশি মেলামেশা করবেন না। পড়ুয়াদের লাভ হবে। ভাষায় নিয়ন্ত্রণ রাখুন। দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে। বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে পারবেন। পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়তে পারে। অবসাদ দূর হবে।

ধনু: বিবাদে জড়িয়ে পড়তে পারেন। সাবধান থাকুন। কথাবার্তার সময় অশ্লীল শব্দ ব্যবহার করবেন না। কাজের চাপ থাকবে। রাগ নিয়ন্ত্রণে রাখুন। স্বাস্থ্য দুর্বল হতে পারে। কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে।

মকর: দিন ভালো কাটবে। পরিজনদের সঙ্গে সম্পর্কে মাধুর্য থাকবে। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে। আজ সাফল্য লাভ করবেন। অফিসের পরিবেশ অনুকূল থাকবে। সময়ের মধ্যে কাজ পুরো করুন। অসহায় ব্যক্তিদের সাহায্য করতে পারবেন। জীবনসঙ্গীর সঙ্গে ভালোবাসা থাকবে। স্বাস্থ্য উন্নতি হবে।

কুম্ভ: দিন ভালো কাটবে। ব্যবসায়িক কাজের কারণে যাত্রায় যেতে পারেন। পরিবারের সদস্যদের সহযোগিতা লাভ করবেন। অফিসের পরিবেশ অবসাদপূর্ণ তাবে। কারো কথায় কষ্ট পেতে পারেন। বন্ধু ও আত্মীয়দের সঙ্গে আলোচনা হবে। রাগ নিয়ন্ত্রণে রাখুন। আর্থিক ক্ষতি হতে পারে। ঋণ দেবেন না। জরুরি সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করবেন না।  

মীন: দায়িত্ব বেশি থাকবে। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। ধর্মীয় কাজে মনোনিবেশ করবেন। পরিবারের দায়িত্ব পূর্ণ করতে পারবেন। দিন ভালো কাটবে। হঠাৎই কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে। তরুণ-তরুণীদের পরিশ্রম করতে হবে। বিশেষজ্ঞদের সাহায্য লাভ করবেন। ব্যয় নিয়ন্ত্রণে রাখুন।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, মে ০১, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।