ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

জেনে নিন আপনার আজকের রাশিফল

রাশিফল  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২১
জেনে নিন আপনার আজকের রাশিফল

আজ ২২ কার্তিক ১৪২৮, ০৬ নভেম্বর ২০২১, ২৯ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি রোজ শনিবার।
পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা।

দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন।
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি- মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন-এর ভবিষ্যদ্বাণী করা হয়। একই রকমভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে।

কেমন কাটবে আপনার আজকের দিনটি।  জেনে নিন রাশিফল থেকে।

মেষ:

শিক্ষার্থীদের পড়াশোনায় উন্নতি হবে। বিদেশযাত্রায় বাধা কেটে যাবে। পাওনা অর্থ আদায় হতে পারে। অবসাদের ফলে অনেক কাজ অসম্পূর্ণ থাকবে। নিজের মধ্যে উৎসাহ আনুন।

বৃষ:

কর্মক্ষেত্রে মন্দাভাব কেটে যাবে। ঋণ পরিশোধের সম্ভাবনা আছে। প্রিয়জনের শরীর ভালো যাবে না। সন্তানের জন্য ব্যয় বৃদ্ধি। সিদ্ধান্ত বাস্তবায়নে প্রচেষ্টা অব্যাহত রাখুন। ভালো থাকুন।

মিথুন:

অবিবাহিতদের বিয়ের আলোচনায় অগ্রগতি। বিভিন্ন কারণে উদ্বেগ বৃদ্ধি পাবে। হওয়া কাজ আটকে যেতে পারে। অংশীদারি কাজে বুঝেশুনে এগোবেন। নিজেকে সংযত রাখুন।

কর্কট:

কর্মপ্রার্থীদের উন্নতির পথ খুলবে। আপনার উদারতার সুযোগে কেউ ক্ষতি করতে পারে। নিয়মিত কাজে বাধা আসতে পারে। বিপর্যয় মোকাবেলায় পরিকল্পনা গ্রহণ করতে হবে।

সিংহ:

অপ্রত্যাশিত প্রাপ্তির সম্ভাবনা। কাজকর্মে প্রসার লাভ হবে। আয় বাড়বে। ভবিষ্যৎ পরিকল্পনায় অন্যের সহযোগিতা পাবেন। আর্থিক বিনিয়োগ শুভ। দূরদৃষ্টির সঙ্গে অর্থের সদ্ব্যবহার করুন।

কন্যা:

কোনো স্থাবর সম্পত্তির আলোচনায় অগ্রগতি। প্রত্যাশিত কাজে কিছু অগ্রগতি আশা করা যায়। পরিবারের সদস্যদের নিয়ে চিন্তিত থাকতে পারেন। দক্ষ ব্যবস্থাপনার প্রয়োজন। চিন্তা ও কাজে আনতে হবে গতিশীলতা।

তুলা:

সামাজিক যোগাযোগ বাড়বে। সঠিক প্রচেষ্টায় কাজের অগ্রগতি। পুরনো সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। অতীত অভিজ্ঞতা কাজে লাগবে। নিকট ভ্রমণ হতে পারে। ভাই-বোনদের কোনো সমস্যায় চিন্তিত থাকতে পারেন।

বৃশ্চিক:

অর্থপ্রাপ্তির সম্ভাবনা। ব্যবসায় অগ্রগতির যোগ। বিনিয়োগ লাভবান হবেন। আর্থিক ব্যাপারে ভারসাম্য রক্ষা করে চলতে পারবেন। পারিবারিক জীবনকে আনন্দে রাখুন। শরীর ভালো রাখুন।

ধনু:

কোনো পরিকল্পনার অগ্রগতি হবে। পদস্থ কর্মকর্তার সাহায্য পাবেন। উপার্জন ভাগ্য ভালো। আর্থিক বিনিয়োগ করলে মন্দ হবে না। চাকরি ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে।

মকর:

উপার্জন হলেও আর্থিক চাপ থাকবে। ব্যবসায় ভুল সিদ্ধান্ত নিয়ে সমস্যায় পড়তে পারেন। দক্ষ ব্যবস্থাপনার অভাবে সুযোগ হাতছাড়া হতে পারে। কর্মপদ্ধতি পরিবর্তন করুন। ভালো থাকুন।

কুম্ভ:

কোনো প্রত্যাশিত কাজে অগ্রগতি হতে পারে। ব্যবসায় আশানুরূপ আয়ের সম্ভাবনা আছে। বন্ধুর সহযোগিতায় কাজে সফলতা পাবেন। বুদ্ধিমত্তার সঙ্গে সুযোগের সদ্ব্যবহার করুন। সুস্থ থাকুন।

মীন:

কর্মক্ষেত্রে পদোন্নতির আভাস পেতে পারেন। ব্যাবসায়িক কিছু বকেয়া বিল আদায়ের চেষ্টা সফল হতে পারে। বাড়তি আয়ের সুযোগ আসবে। প্রিয়জনের মন রক্ষা করে চলুন।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২১

এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।