ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

অর্থভাগ্য ভালো কন্যার, প্রেমে প্রতারিত হবেন কর্কট

রাশিফল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
অর্থভাগ্য ভালো কন্যার, প্রেমে প্রতারিত হবেন কর্কট ...

আজ ৭ মাঘ ১৪২৮, ২১ জানুয়ারি ২০২২, ১৭ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি, রোজ শুক্রবার।

পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা।

দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।

মেষ: (২১ মার্চ–২০ এপ্রিল)
আজ শরীর নিয়ে কিছু সমস্যা থাকতে পারে। ব্যবসার জন্য ভালো খবর আসায় আনন্দ। বাড়িতে গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। কর্মে অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীর অসুস্থ হতে পারে। বাড়তি কোনো কাজের জন্য সময় নষ্ট হবে।

বৃষ: (২১ এপ্রিল–২০ মে)
আর্থিক সমস্যার জন্য কিছু ঋণ হতে পারে। ব্যবসার জন্য স্ত্রীর সঙ্গে আলোচনা। কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে ব্যবসার ক্ষেত্রে বিপদ থেকে মুক্তি। সম্পত্তির ব্যাপারে আইনি জটিলতায় পড়তে পারেন। কিছু বন্ধুর ব্যবহারে মনঃকষ্ট বাড়তে পারে। প্রেমের জন্য প্রচণ্ড মানসিক চাপ।

মিথুন: (২১ মে–২০ জুন)
সম্পত্তি ক্রয়-বিক্রয়ের জন্য ভালো সময়। বাড়িতে সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে। সন্তানের পড়াশোনার ব্যাপারে চিন্তা বাড়তে পারে। আইনজীবীদের শুভ সময়। বুদ্ধির ভুলে কোনো কাজ হাতছাড়া হতে পারে। বন্ধুর দ্বারা বিপদ থেকে উদ্ধার।

কর্কট: (২১ জুন–২০ জুলাই)
বুদ্ধি ও পরিকল্পনার ভুলের জন্য কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হওয়ার সম্ভাবনা আছে। ফাটকা-জাতীয় ব্যবসায় লাভ। বাবা ও মায়ের শরীর নিয়ে চিন্তা। অংশীদারি ব্যবসায় ভালো লাভ আশা করা যায়। প্রেমে প্রতারিত হতে পারেন। কর্মস্থানে সুনাম বৃদ্ধি।

সিংহ: (২১ জুলাই–২১ আগস্ট)
বিদেশে উচ্চশিক্ষার সুযোগ মিলতে পারে। আবেগের জন্য বাড়িতে কোনো বিপদে পড়তে পারেন। ভাই-বোনের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদে সম্পর্ক নষ্ট হতে পারে। পেটের যন্ত্রণায় কর্মে ক্ষতি। পাড়ার লোকের উস্কানিতে বাড়িতে অশান্তি। স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার।

কন্যা: (২২ আগস্ট–২২ সেপ্টেম্বর)
কাজের জন্য বিদেশ ভ্রমণ হতে পারে। প্রিয়জনের রোগের জন্য মনঃকষ্ট ও অর্থব্যয় হতে পারে। শত্রুর সঙ্গে আপস করার আগে খুব ভালো ভাবে চিন্তা করুন। ব্যবসায় সুনাম বাড়তে পারে। রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করুন। একাধিক পথে উপার্জন বাড়তে পারে। আলস্যের জন্য ভালো কাজ হাতছাড়া হতে পারে। অর্থভাগ্য ভাল। বাড়তি কিছু খরচ হতে পারে।

তুলা: (২৩ সেপ্টেম্বর–২১ অক্টোবর)
শরীর নিয়ে একটু চিন্তা বাড়তে পারে। কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। অভিনয় জগতে সুনাম বৃদ্ধি পেতে পারে। আইনজীবীদের জন্য খুব ভালো সময়। বন্ধুর জন্য বিপদে পড়তে পারেন। ব্যবসায় বাড়তি বিনিয়োগ করতে পারেন। টিউমার জাতীয় রোগ বাড়তে পারে। প্রেমে চাপ বাড়তে পারে। পেটের সমস্যা বাড়তে পারে।

বৃশ্চিক: (২২ অক্টোবর–২০ নভেম্বর)
বাড়ির লোকের সঙ্গে মিলমিশ না-ও হতে পারে। সব দরকারের কাজ করে ফেলুন। কাজের স্থানে বিবাদের জন্য কাজ বন্ধ হতে পারে। সমাজের কোনো কাজের জন্য সুনাম বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক চাপ। ভ্রমণে শান্তি লাভ। বন্ধুর সঙ্গে বিবাদের জন্য মানসিক চাপ।

ধনু: (২১ নভেম্বর–২০ ডিসেম্বর)
শরীরের জন্য কাজের ক্ষতি হতে পারে। কর্মস্থানে দায়িত্ব বৃদ্ধি। অভিনয় জগতে সুনাম বাড়তে পারে। কর্মক্ষেত্রে ভালো কাজের প্রশংসা জুটতে পারে। স্নায়ুপীড়া উপেক্ষা করবেন না। সংসারের খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ। কোনো কুচক্রী ব্যক্তির জন্য ক্ষতি। দুপুরের পরে ব্যবসায় চাপ আসতে পারে।

মকর: (২১ ডিসেম্বর-২০ জানুয়ারি)
শরীরের সমস্যা খুব একটা না থাকলেও মানসিক স্থিতি ভালো থাকবে না। প্রতিভার বিকাশে সঠিক দিশা পাবেন। সঙ্গীত নিয়ে যাঁরা চর্চা করেন, তাঁদের ভালো সময় আসছে। দূর ভ্রমণের পরিকল্পনা বাতিল করাই ভালো। ব্যবসার জন্য একটু চিন্তা বাড়তে পারে।

কুম্ভ: (২১ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)
আলস্য কাজের ক্ষতি করতে পারে। অকারণে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কর্মস্থানে কোনো বিশেষ কাজ করে সুনাম অর্জন। অপর কোনো ব্যক্তির জন্য সংসারে অশান্তি। কাজের জন্য দূরে যেতে হতে পারে। বুদ্ধির জন্য শেয়ারে বড় বিপদ থেকে মুক্তি। মাত্রাছাড়া ক্রোধ বিপদ ঘটাতে পরে। প্রেমের জন্য দিনটি ভালো।

মীন: (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ)
পিতা-মাতার জন্য বিশেষ চিন্তা বাড়তে পারে। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরে ক্লান্তি বৃদ্ধি। প্রেমের বাধা মনঃকষ্ট বাড়াতে পারে। বন্ধুর সঙ্গে তর্ক থেকে বিবাদ। স্ত্রীর সঙ্গে ঝগড়ার সুযোগ অন্য লোক নিতে পারে। রক্তচাপ নিয়ে চিন্তা।

বাংলাদেশ সময়: ০৯০৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।