ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাশিফল

চিন্তা বাড়বে বৃষের, সাবধান থাকুন ধনু

রাশিফল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২২
চিন্তা বাড়বে বৃষের, সাবধান থাকুন ধনু

আজ ২৭ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ, ১০ এপ্রিল ২০২২ এবং ০৮ রমজান ১৪৪৩ রোজ রোববার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা।

দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)

আজ চাকরির জায়গায় নতুন কিছু ঘটার সম্ভাবনা। কর্মস্থলে কোনো মেয়ের সঙ্গে পরিচয় হতে পারে। কোনো নামী ব্যক্তির জন্য বিপদ থেকে উদ্ধার। মনের উপর চাপ বাড়তে পারে। ব্যবসা নিয়ে দুর্ভাবনা না করা ভালো। অধিক ব্যয় বৃদ্ধি। পিতামাতার সঙ্গে কোনো তর্ক। আঘাত থেকে সাবধান।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)

শত্রুর জন্য চিন্তা বৃদ্ধি। সকালের দিকে অর্থব্যয় থেকে সাবধান। প্রিয় ব্যক্তিকে বাজে কথা বলার জন্য অনুতাপ। বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ আজ না করাই ভালো। ব্যবসার দিকে লাভের পরিমাণ বৃদ্ধি। অধিক বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে। কোনো কাজের জন্য মানসিক চঞ্চলতা বাড়তে পারে। পড়াশোনার জন্য সুবিধা আসতে পারে।

মিথুন: (২২ মে – ২১ জুন)

বাজে লোকের জন্য কোনো ভয় মনে কাজ করতে পারে। বিবাহিত জীবনে কোনো সুখের খবর আসতে গিয়ে বাধা। বাড়িতে বন্ধুদের জন্য খরচ। প্রেমের জন্য ভালো সময়। ব্যবসায় খরচ কমতে পারে। আর্থিক চাপ বৃদ্ধি। কাজের জন্য ব্যস্ত থাকতে হবে সারাদিন। স্ত্রীর ব্যাপারে কোনো বাজে চিন্তা আসতে পারে। মাথার যন্ত্রণা বৃদ্ধি। ব্যবসার দিকে কোনো নতুন কাজ হতে পারে।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)

ভালো কাজের জন্য সামাজিক সুনাম বাড়তে পারে। স্ত্রীর জন্য কোনো কারণে মায়ের সঙ্গে বিবাদ। অতিরিক্ত ভোগের ইচ্ছা হওয়ার জন্য খরচ বাড়তে পারে। ব্যবসার দিকে অর্থ নিয়ে চিন্তা। চিকিৎসার ব্যাপারে খরচ ও চিন্তা। সম্পত্তি নিয়ে বোনের সঙ্গে বিবাদ। প্রতিবেশীর সঙ্গে কোনো অশান্তি বাড়তে পারে। জলপথে বিপদের সম্ভাবনা। বেশি কথা বিবাদ ডেকে আনতে পারে।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)

কোনো কারণে অধিক চিন্তা বৃদ্ধি। কোনো কাজের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। দূরে কোনো ভ্রমণের আলোচনা। উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে কোনো আলোচনা হবে। আজ একটু ব্যবসায় ব্যয় বাড়তে পারে। আর ব্যবসার দিকে চুরি থেকে সাবধান। খেলোয়াড়দের জন্য দিনটি ভালো। স্ত্রীর শরীর নিয়ে ডাক্তারের সঙ্গে আলোচনা। কোমরে যন্ত্রণা বৃদ্ধি।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

ব্যবসার দিকে আজ আয় বাড়তে পারে। চাকরি স্থানে কোনো বাধার বিরুদ্ধে লড়তে হবে। শত্রুর জন্য কোনো ক্ষতি হতে পারে। দূরের কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ। আর্থিক ব্যাপারে আনন্দ। গবেষণার দিকে জয় লাভ। পারিবারিক সমস্যা বাড়তে পারে। সন্তানের জন্য আনন্দ বাড়তে পারে দুপুরের পরে। রক্তচাপ নিয়ে কষ্ট ভোগ। সম্পত্তির ব্যাপারে বিবাদ হতে পারে।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

আজ রাস্তায় কোনো বাজে ঘটনা দেখে মনে কষ্ট বাড়তে পারে। সংসারের জন্য ঠাকুরের কাছে শান্তির কামনা। পাওনা আদায় নিয়ে অযথা তর্ক। আজ পারিবারিক বিরোধ অনেক দূর পর্যন্ত যাবে। আজ সকালের দিকে কোনো ক্ষতি হওয়ার যোগ। ব্যবসার ব্যাপারে চিন্তা বৃদ্ধি। শরীরে কোনো কষ্ট বাড়তে পারে। আজ বন্ধুর থেকে সাহায্য পাবেন না। চর্বি সংক্রান্ত রোগ বাড়তে পারে।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

সকাল দিকে পেটের কোনো সমস্যার জন্য কাজের সময় নষ্ট। সংসারে ব্যয় সঙ্কোচন করার জন্য স্ত্রীর সঙ্গে আলোচনা। ব্যবসার দিকে বুদ্ধির পরিচয় দিতে হবে। কোনো স্থানে কাজের যোগাযোগ। আজ ক্রোধ সম্বরণ করতে হবে। সম্পত্তির ব্যাপারে উকিলের সঙ্গে আলোচনা। বন্ধুদের সঙ্গে বিরোধী মনোভাব নিয়ে চিন্তা। আইনি কোনো কাজের জন্য খরচ বৃদ্ধি। আর্থিক চাপ থেকে মুক্তি লাভ।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

সকালের দিকে কাজের শুরুতে কোনো আঘাত লাগতে পারে। সন্তানের লেখাপড়ার জন্য বিশেষ আলোচনা। বন্ধুর দিক থেকে ভালোবাসা বাড়তে পারে। ব্যবসার দিকে কোনো ক্ষতি হওয়ার চিন্তা ছাড়ুন, কোনো খরচের নিয়ে কর্মচারীর সঙ্গে বিবাদ। বুদ্ধিভ্রমে ভুল সিদ্ধান্ত নিতে পারেন। পিতার শরীর নিয়ে কষ্ট বৃদ্ধি। পড়াশোনার জন্য আজ দিনটি ভালো হবে না।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

আজ কোনো আশাভঙ্গ হতে পারে। দূরে কোনো ভ্রমণের জন্য আলোচনা। সামাজিক কোনো কাজের জন্য নাম যশ বাড়তে পারে। বিদেশে উচ্চশিক্ষার জন্য গবেষণা। কোনো আত্মীয় বদনাম করতে পারে। কর্মস্থানে অশান্তি বৃদ্ধি। আজ একটু একা থাকতে ভালো লাগবে। জমি বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

সকালের দিকে বিবাহিত জীবনে নতুন কোনো বিবাদ আসতে পারে। আজ সারাদিন শরীরের কষ্ট নিয়ে নাজেহাল হবেন। ব্যবসার দিকে কোনো শুভ পরিবর্তন। কোনো আত্মীয়ের বাড়িতে ভ্রমণ হতে পারে, প্রেমের জন্য আঘাত থেকে সাবধান। খেলাধুলোতে সাফল্য পেতে পারেন। ব্যবসার দিকে আয়ের পরিমাণ বৃদ্ধি। বাড়তি খরচের জন্য ঋণ গ্রহণ। পায়ের দিকে কোনো আঘাত থেকে সাবধান।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

কাজের জন্য ভ্রমণে বাধা আসতে পারে। শরীরে কোনো ব্যাধির কারণে যন্ত্রণা বৃদ্ধি। প্রেমের জন্য বিরহ আসতে পারে। আজ বন্ধুর থেকে সাহায্য পাবেন না। ব্যবসার দিকে কোনো লোক বাজে ব্যবহার করতে পারে। বাড়িতে অশান্তির জন্য আজ মন ভালো থাকবে না। রক্তচাপ বাড়তে পারে। স্ত্রীর জন্য কোনো খরচ বাড়তে পারে।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।