ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

কর্কটের প্রেম হারানোর চিন্তা

রাশিফল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, জুলাই ১, ২০২২
কর্কটের প্রেম হারানোর চিন্তা

আজ ১৭ আষাঢ় জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ, ০১ জুলাই ২০২২ এবং ০১ জিলকদ ১৪৪৩ রোজ শুক্রবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা।

দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)

অন্যের সঙ্গে তুলনা করে নিজের উপর চাপ না বাড়ানোই ভালো। প্রেমে সন্দেহ। কর্মে অলসতা। ব্যবসায় মিশ্রযোগ। ভ্রমণের পরিকল্পনা। আর্থিক ক্ষতির সম্ভাবনা। শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৬

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)

কোনো খারাপ ফল আপনাকে হতাশ করতে পারে। প্রেমে জটিলতা। দাম্পত্য সুখ মিশ্র। কর্মে পদোন্নতির সম্ভাবনা। ব্যবসায় আর্থিক মন্দা। পথে ভোগান্তি। শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৯

মিথুন: (২২মে – ২১ জুন)

আপনার মানসিক শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা। ব্যবসায় মন্দা। শিক্ষা শুভ। প্রেমে সমস্যা। দাম্পত্যে কলহ। পথে অশান্তি। শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৮

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)

প্রেম হারানোর চিন্তা। সঙ্গীকে মিস করবেন। কোনো পরিকল্পনা না করাই ভালো। নতুন কাজের সন্ধান পেতে পারেন। অপরিচিত সঙ্গে কথাবার্তার মধ্যে দিয়ে আর্থিক ক্ষতি। কর্মে অলসতা। বাণিজ্যযোগ মন্দা। শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৭

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)

আর্থিক প্রতারণার সম্ভাবনা। বন্ধুর সহযোগিতায় ভাগ্যোদয়। দাম্পত্য কলহ। ব্যবসায় নতুন পরিকল্পনা। বিদেশ ভ্রমণের যোগ। পথে সতর্কতায় অবহেলার মাসুল গুনতে হবে। শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ২

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

মিথ্যে সম্পর্ক নিয়ে কষ্ট। অতিরঞ্জিত ধারণা মনে পুষে রাখাই ভালো। পথে দামি জিনিস হারানোর সম্ভ‍াবনা। মেজাজ হারাতে পারেন। দাম্পত্য সুখ মিশ্র। মধুমেহ রোগে ভোগান্তি। শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৯

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)

ব্যবসায় আর্থিক মন্দা, তবে নতুন কোনো পরিকল্পনার সম্ভাবনা। প্রেম নিয়ে আপনার মনের ভিতর অশান্তি। সাময়িক সুবিধার কথা ভেবে ঝুঁকি না নেওয়াই ভালো। পরিবারে কারও দ্বারা ক্ষতির সম্ভাবনা। কর্মযোগ মিশ্র। বিদেশযাত্রার পরিকল্পনা। পথে আঘাত। শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

বন্ধুদের সাহায্যে প্রেমে সফলতা। সন্তানকে নিয়ে পরিবারে সমস্যা। শিক্ষায় বাধা। বিদেশ যাত্রার পরিকল্পনা। কর্মে সফলতা। ব্যবসায় মন্দা। পথে কষ্ট।
শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৮

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

চক্রান্তের শিকারে সম্ভ‍াবনা, সতর্ক থাকুন। আর্থিক ক্ষতি। ব্যবসায় বাধা। আত্মীয়ের মিষ্টি ভালোবাসা। কর্মে মিশ্র প্রভাব থাকবে। প্রেমে বিষণ্নতা। দাম্পত্য সুখ মিশ্র। পথ বন্ধুর। শুভ রং: হলুদ, শুভ সংখ্যা:  ৪

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

মনের মানুষকে মিস করবেন। সাফল্য পেতে একটু সময় লাগবে। উপস্থিত বিচক্ষণতায় অন্যকে সহযোগিতা। দাম্পত্য সুখে সন্দেহ। পথে সাবধানতা দরকার। কর্মে মিশ্র উন্নতির যোগ। শিক্ষায় কঠিন সময়। উচ্চ রক্তচাপ ভোগাবে। শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৬

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

বিনোদনের মধ্যে সারাটা দিন। প্রেমে মধুর সম্পর্ক। উপহার প্রাপ্তি। কর্মে পদন্নতির যোগ। ব্যবসায় পরিকল্পনা। নতুন সুযোগ। পথে ক্লান্তি। শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ৭

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

প্রেমে সংশয়। দাম্পত্য সুখ মিশ্র। নতুন ব্যবসার পরিকল্পনা। চাকরির স্বার্থে বিদেশ ভ্রমণ। ভ্রমণের পরিকল্পনা। অর্থ কষ্ট। পথে ভোগান্তি। শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১

বাংলাদেশ সময়: ০৮০৯ ঘণ্টা, জুলাই ০১, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।