ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

সব কাজেই সফলতা তুলার, বৃষের বিদেশযাত্রা

রাশিফল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
সব কাজেই সফলতা তুলার, বৃষের বিদেশযাত্রা

আজ ১৬ শ্রাবণ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ, ৩১ জুলাই ২০২২ এবং ০২ মহররম ১৪৪৩, রোজ রোববার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা।

দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।

মেষ: ২১ মার্চ - ২০ এপ্রিল

কর্ম ও ব্যবসা-বাণিজ্যে উন্নতি। অবশ্য কর্মপ্রত্যাশী ও বিদেশ গমনেচ্ছুদের করা বিনিয়োগের অর্থ খোয়া যেতে পারে।

বৃষ: ২১ এপ্রিল - ২০ মে

শিক্ষার্থীদের মনোবল চাঙ্গা হয়ে উঠবে। উচ্চ শিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্নসাধ পূরণ হবে। ভাই-বোনের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটায় আলাদা হওয়ার আশঙ্কা।

মিথুন: ২১ মে - ২০ জুন

বেকারদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার ও নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দেখবে।  

কর্কট: ২১ জুন - ২০ জুলাই

বিদেশ গমনের আশায় করা বিনিয়োগের অর্থ খোয়া যাবে। ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম বাড়বে। অংশীদারদের সঙ্গে কলহ-বিবাদের মীমাংসা হওয়ায় আয় প্রচুর হলেও সঞ্চয় করা কঠিন হবে।  

সিংহ: ২১ জুলাই - ২১ আগস্ট

কর্ম ও ব্যবসা-বাণিজ্যে উন্নতি। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তন দুটোই শুভ ফল বয়ে আনবে।

কন্যা: ২২ আগস্ট - ২২ সেপ্টেম্বর

আর্থিক ভিত মজবুত হওয়ার সম্ভাবনা কম। ভগ্নি ও জীবনসঙ্গীর সঙ্গে দীর্ঘদিনের কলহ-বিবাদের মীমাংসা হওয়ায় মনে স্বস্তি ফিরে আসবে।

তুলা: ২৩ সেপ্টেম্বর - ২২ অক্টোবর

যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতা আসবে। কর্মে পদোন্নতি, বিদেশ ভ্রমণ, ব্যবসায় সফলতা, হারানো সম্পত্তি পুনরুদ্ধার, সব মিলিয়ে বছরটি বেশ ভালো কাটবে।  

বৃশ্চিক: ২৩ অক্টোবর - ২১ নভেম্বর

কর্মের সুনাম-যশ পদোন্নতির পথ সুগম করলেও ব্যবসা-বাণিজ্যে পুঁজি ও শ্রম অনুপাতে ফল লাভ করা কঠিন হবে।

ধনু: ২২ নভেম্বর - ২০ ডিসেম্বর

শুভ মিশ্রফল। বেকারদের মনে আশার আলো জ্বলবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করলেও কর্ম ও ব্যবসা-বাণিজ্যে শ্রম অনুপাতে ফল লাভ হওয়ার সম্ভাবনা কম।  

মকর: ২১ ডিসেম্বর - ১৯ জানুয়ারি

একচেটিয়া কারবারীদের ব্যবসাক্ষেত্রে দুর্ভাবনার আশঙ্কা। সম্পত্তি বা জমি-জায়গা নিয়ে কোনো ভাইয়ের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে।  

কুম্ভ: ২০ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি

চাকরিক্ষেত্রে কোনো তর্ক-বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। হিসাব পরীক্ষকের কাজ বা ব্যবসায় যারা নিযুক্ত তাদের বিশেষ সুযোগ আসতে পারে।  

মীন: ১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ

যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে শ্রম অনুপাতে ফল লাভ হওয়া কঠিন হবে।

বাংলাদেশ সময়: ০৮১৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।