ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

কর্কটের হাড়ের যন্ত্রণা, পেটের সমস্যায় বিব্রত মকর

রাশিফল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২২
কর্কটের হাড়ের যন্ত্রণা, পেটের সমস্যায় বিব্রত মকর

আজ ২২ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ, ০৬ সেপ্টেম্বর ২০২২, ৮ সফর ১৪৪৪ রোজ মঙ্গলবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা।

দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) 

দিনটি শুভাশুভ মিশ্রিত। নার্ভ বা পেশির ব্যথায় কষ্ট হতে পারে। কেমিক্যাল, কাঁচ ও ফ্যান্সিজাত দ্রব্যের ব্যবসায় অর্থ বিনিয়োগ নিয়ন্ত্রণ করুন। প্রেমযোগ মিশ্র। যাত্রাযোগ শুভ।  

শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৬

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)

প্রেমের সম্পর্কে কোনও হঠকারিতামূলক সিদ্ধান্ত নেবেন না। আজকের দিনটি মধ্যম। কর্মক্ষেত্রে আপনার কাজের অভিনবত্ব গড়ে তুলুন। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ শুভ।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৯

মিথুন: (২২মে – ২১ জুন)

কারিগরি বিদ্যার প্রশিক্ষণ বা ম্যানেজমেন্ট সংক্রান্ত প্রশিক্ষণের ক্ষেত্রে বিদ্যার্থীরা কোনও কর্মের যোগাযোগ পেতে পারেন। পথে চুরির সম্ভাবনা আছে। যাত্রাযোগে বাধা।

শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৮

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)

প্রেমের সম্পর্কে দূরত্ব দেখা দিতে পারে। হাড়ের যন্ত্রণার কারণে সমস্যা হতে পারে। বিভিন্ন খাতে অর্থ ব্যয়ের যোগ রয়েছে।   অতিরিক্ত স্বার্থপরতার কারণে প্রিয়জনের বিরাগভাজন হবেন।  

শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৭

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)
  
মেশিনারি পার্টস বা ইলেকট্রনিক্স দ্রব্যের ব্যবসায় অর্থ বিনিয়োগে লাভবান হবেন। সন্তানের শিক্ষা নিয়ে পরিকল্পনা সফল হবে। নতুন ব্যবসায় সাফল্য আসবে। প্রেমযোগ শুভ।
 
শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ১২

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) 

তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। কোনও সিদ্ধান্ত গ্রহণের আগে সবার সঙ্গে আলোচনা করুন। পথে বাধা আসতে পারে। যাত্রাযোগে সমস্যা। প্রেমযোগ মিশ্র।

শুভ রং: নীল,  শুভ সংখ্যা: ১৯

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)

চাকরিজীবীরা কর্মস্থল পরিবর্তনের কোনও খবর পেতে পারেন। আপনার সুন্দর অভিব্যক্তি ও ব্যক্তিত্ব দিয়ে সবার মন জয় করুন। ব্যবসায়ীরা ব্যবসার ক্ষেত্রে কিছু পরিবর্তন আনতে পারেন। নতুন প্রেমের যোগ আছে।

শুভ রং সাদা,   শুভ সংখ্যা : ২১

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

একঘেয়ে জীবন যাপন কাটাতে ছোটখাটো ভ্রমণে বেরিয়ে আসতে পারেন। তবে বিদেশ যাত্রায় বাধা কাটতে সময় লাগবে। প্রেমযোগ শুভ। কর্মে কিছু সমস্যা থাকলেও তা কাটিয়ে উঠবেন। আর্থিক উন্নতি।

শুভ রং: নীল,  শুভ সংখ্যা: ১৮

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

অতীতের কোনও সমস্যার প্রভাব বর্তমান জীবনে টানবেন না। অতীতের প্রেম সমস্যার কারণ হতে পারে। আর্থিক ক্ষেত্রে সবার চাহিদা মেটানোর চেষ্টা করুন। যাত্রাযোগে বাধা।

শুভ রং : হলুদ,  শুভ সংখ্যা :  ৩

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

প্রেমের ক্ষেত্রে আজই কোনও সিদ্ধান্ত নিতে হতে পারে। পেটের সমস্যা সারাদিন আপনাকে বিব্রত রাখবে। কর্মে উন্নতি।

শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৫

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

হাঁটুতে কোনও ব্যথা লাগতে পারে। ঘরবাড়ি ক্রয় বা বিক্রয় নিয়ে আত্মীয়দের সঙ্গে আলোচনায় বসতে হতে পারে। ব্যবসায়ীরা পৈতৃক ব্যবসায় বিনিয়োগ নিয়ন্ত্রণ করুন। প্রেমযোগ মিশ্র। যাত্রাযোগ শুভ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

মনের কোনও আশাপূরণ হতে পারে। ভালো সময়ের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করুন। আর্থিক ক্ষেত্রে একটু সতর্ক হয়ে চলবেন। প্রেমযোগ শুভ। যাত্রায় শুভ ফল।

শুভ রং: বাদামি,  শুভ সংখ্যা: ১১

বাংলাদেশ সময়: ০৮০১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।