ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

মকর শিক্ষার্থীদের বিদেশ ভ্রমণের সুযোগ

রাশিফল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২২
মকর শিক্ষার্থীদের বিদেশ ভ্রমণের সুযোগ

আজ ২২ আশ্বিন ১৪২৯, ০৭ অক্টোবর ২০২২, ১০ রবিউল আউয়াল ১৪৪৪, রোজ শুক্রবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা।

দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন।

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)

অজান্তে ভুল কথা বলে ফেলে বাড়িতে বা কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। কোনো ঘটনায় মানসিক ভাবে আপনাকে অস্থিরতা থাকতে পারে। পরিবারের সাহায্যে সমস্যা মুক্তি হবে। নতুন বন্ধুর সঙ্গে পরিচয় হতে পারে। প্রেমযোগ শুভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ২

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)

ব্যক্তিগত মনমালিন্য ব্যবসায়ীক সমস্যা ডেকে আনতে পারে। এর ফলে আর্থিক ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে। যাত্রাযোগে বাধা আছে। রাশিচক্র প্রতিকূল থাকায় পরিবারের সদস্যদের সঙ্গে মনমালিন্য দেখা দিতে পারে। নতুন প্রেমযোগ শুভ থাকলেও দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে।

শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৬

মিথুন: (২২মে – ২১ জুন)

কোনো আত্মীয়ের দ্বারা ব্যবসায় ক্ষতি হতে পারে। পারিবারিক সমস্যার সমাধান বেড়িয়ে আসবে। কর্মক্ষেত্রে সাফল্য আসবে। পরিবেশ অনুকূল থাকার ফলে ব্যবসায়ে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। পরিবারের কোনো সদস্যের অসুস্থতার খবর আসতে পারে। যাত্রাযোগ মিশ্র। প্রেম যোগ শুভ।  

শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৯

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)

কর্মক্ষেত্রে সফলতার যোগ আছে। সামাজিক এবং পারিবারিক ক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে। সন্তানের বিদেশ থেকে ফেরার খবর আসতে পারে। আধ্যাত্মিক চিন্তা জীবনকে নতুন দিশা দিতে পারে। ছাত্রদের জন্য দিনটি শুভ। প্রেমের যোগ নেই। যাত্রাযোগ মিশ্র।

শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৬

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)

আপনার কাছে প্রলোভন আসতে পারে। কর্মক্ষেত্রে সফলতা এবং ব্যবসাতে উন্নতির যোগ আছে। প্রেমের প্রস্তাব পেতে পারেন। তবে চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিন। যোগাযোগ শুভ, যাত্রাযোগও শুভ। ভ্রমণের যোগ আছে।

শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ১১ 

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

কর্মক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। গুরুজনের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত থাকবেন। প্রেমযোগ ক্ষীণ। কাজের পরিবেশ প্রতিকূল থাকলেও পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। যাত্রাযোগ শুভ।  

শুভ রং: বেগুনি,  শুভ সংখ্যা: ২

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)

কাজ ভণ্ডুল হলেও আপনার ভাগ্য সমাধানের রাস্তা দেখাতে পারে। ব্যবসা এবং চাকরির ক্ষেত্র দুপুরের পর থেকে শুভ। সামাজিক পরিচিতির মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরির যোগ রযেছে। পারিবারিক শান্তি বজায় থাকবে। প্রেমযোগ আছে। যাত্রাযোগ মঙ্গলময়।

শুভ রং: বাদামি,  শুভ সংখ্যা: ৭ 

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

কর্মক্ষেত্রে সহকর্মীদের ভাগ্যে শুভফল লাভ হতে পারে। কাজে সফলতার যোগ থাকলেও এই নিয়ে বিশেষ কোনো তরফ থেকে বাধা দেখা দিতে পারে। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা বাড়বে। ব্যবসায়ে শুভ যোগ আছে। যাত্রাযোগ শুভ। ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। প্রেম যোগ ক্ষীণ।

শুভ রং: নীল,  শুভ সংখ্যা: ৪

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

আপনার কোনো সিদ্ধান্ত নিয়ে বিতর্কের সৃষ্টি হতে পারে। এর ফলে শত্রু বৃদ্ধি হবার সম্ভাবনা থাকবে। পারিবারিক সমস্যার বৃদ্ধি। আত্মীয়দের মধ্যে অবহেলার শিকার হতে পারেন। যাত্রাযোগ শুভ।

শুভ রং: সাদা,  শুভ সংখ্যা: ৭

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

ব্যবসায় সফলতা পাওয়ার আশা। শিক্ষার্থীদের পড়াশুনার কারণে বিদেশ ভ্রমণের সুযোগ দেখা যাচ্ছে। যাত্রাযোগ শুভ। সামাজিক সম্মান ও উপহার লাভের যোগ আছে। পরিবারে খুশির খবর আসতে পারে। প্রেমযোগ শুভ।

শুভ রং: লাল, শুভ সংখ্যা: ১৬

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

অন্য কারও মতামত প্রকাশের কারণে আপনার কাজ আরও জটিল হয়ে উঠতে পারে। কর্মক্ষেত্রে দিনের প্রথম ভাগ্য প্রতিকুল। ব্যবসায় রোজগার বাড়বে। যাত্রাযোগ শুভ। পারিবারিক সমস্যার বৃদ্ধি হতে পারে। প্রেমযোগ শুভ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

সৃষ্টিশীল কাজে সাফল্য আসবে। প্রেমের জন্য দিনটির মধ্যম থেকে শুভ। কর্মক্ষেত্রের কোনো অবাঞ্ছিত সমস্যা মানসিক অবসাদ তৈরি করতে পারে। বিভিন্ন ভাবে চিকিৎসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা শুভ ফল পাবেন। যাত্রাযোগ শুভ।

শুভ রং: সাদা,  শুভ সংখ্যা: ২

বাংলাদেশ সময়: ০৮২৬ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।