ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

আজ আর্থিক চিন্তা থাকবে মকরের

রাশিফল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
আজ আর্থিক চিন্তা থাকবে মকরের

আজ ২৪ নভেম্বর, রোজ বৃহস্পতিবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা।

দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।

ধনু : আপনার চিন্তা যথাযথভাবে প্রকাশ করতে পারবেন। কারো সাহচর্যে আনন্দ পাবেন। কাজের সুসংবাদ আসবে। জরুরি কাজ ফেলে রাখবেন না। সবার সঙ্গে হাসিমাখা মুখ নিয়ে মিশুন।

মকর : আর্থিক চিন্তা থাকবে। কাজের ক্ষেত্রে জটিলতা বাড়বে। কোনো কিছু নিয়ে অনিশ্চয়তায় ভুগতে পারেন। সমস্যা সমাধানে অন্যের সাহায্য পাবেন। ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করুন। কাছেই ভালো সময়।

কুম্ভ : কোনো আশা পূরণ হতে পারে। বন্ধুর সহযোগিতায় সমস্যা সমাধানের পথ পাবেন। পাওনা আদায়ে অগ্রগতি হবে। কর্মক্ষেত্রে কোনো সুযোগ আসতে পারে। যোগাযোগ ও আয় বৃদ্ধি পাবে। বন্ধুসঙ্গ আনন্দ দেবে।

মীন : পরিবেশ অনুকূলে থাকবে। আগের তুলনায় আয় বৃদ্ধি ও আর্থিক যোগাযোগ অক্ষুণ্ন থাকবে। ব্যবসায় বাড়তি চাপ আসতে পারে। ভুল সিদ্ধান্ত নেবেন না। মনের স্থিরতা বজায় রাখুন। ভালো থাকুন।

মেষ : কোনো শুভ সংবাদ পেতে পারেন। বিদেশসংক্রান্ত কোনো কাজের অগ্রগতি হতে পারে। গুরুত্বপূর্ণ কোনো কিছুতে চুক্তিবদ্ধ হওয়ার আগে আপনার বিচক্ষণ বুদ্ধির ব্যবহার করুন। সুস্থ থাকুন।

বৃষ : কাজে উৎসাহ পাবেন। আর্থিক অবস্থা গতানুগতিক। কোনো সুযোগ নষ্ট হতে পারে। কাছের কারো অসুস্থতায় উদ্বিগ্ন থাকতে পারেন। দিনের শেষে ভালো কিছু আশা করতে পারেন। মন স্থির রাখুন।

মিথুন : যৌথ উদ্যোগে কোনো কাজের অগ্রগতি হতে পারে। পরিশ্রমের ফল ভালো হবে। ব্যবসায় জটিলতা দূর হবে। সামাজিক মর্যাদা বাড়বে। একটু কৌশলী হলে নিজেকে ভাগ্যবান মনে করার সুযোগ পাবেন।

কর্কট : কাজে ব্যাঘাত ঘটতে পারে। সুযোগ হাতছাড়া হতে পারে। ভুল সিদ্ধান্তের কারণে কিছু সমস্যা দেখা দেবে। আর্থিক চাপ থাকবে। শক্ত হাতে হাল ধরতে হবে। বাধাকে পাশ কাটিয়ে অগ্রসর হবেন।

সিংহ : আজ ভালো সময় কাটবে। প্রেমিক-প্রেমিকার জন্য সুসময়। নতুন পরিকল্পনার অগ্রগতি হবে। অপ্রত্যাশিত প্রাপ্তির সম্ভাবনা আছে। কাজে অন্যের সহযোগিতা পাবেন। বিনোদন ও রোমান্স শুভ।  

কন্যা : ঘর-পরিবার নিয়ে ব্যস্ত থাকতে পারেন। আপনার কাজে অন্যদের প্রশংসা পাবেন। আর্থিক যোগাযোগ শুভ। পাওনা আদায়ে বিলম্ব হবে। প্রিয় মানুষের সঙ্গে আলোচনায় স্বস্তি পাবেন। আনন্দে থাকুন।  

তুলা : কর্মক্ষেত্র উদ্দীপনাপূর্ণ থাকবে। বন্ধুস্থানীয় ব্যক্তির দ্বারা উপকৃত হবেন। ব্যবসায় প্রসার লাভ হবে। আর্থিক অনিশ্চয়তা কমে আসবে। পরিকল্পনা বাস্তবায়নে আলস্যের প্রশ্রয় দেবেন না। শরীর ভালো রাখুন।
 
বৃশ্চিক : কোনো আর্থিক আলোচনার অগ্রগতি হবে। কর্মক্ষেত্রে আশার সঞ্চার হবে। ব্যবসায় লাভ বাড়বে। পারিবারিক পরিমণ্ডলে গুরুত্ব বাড়বে। প্রভাবশালীদের নেক নজর পাবেন। প্রচেষ্টা অব্যাহত রাখুন।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।