ঢাকা, রবিবার, ২৫ কার্তিক ১৪৩১, ১০ নভেম্বর ২০২৪, ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

কলকাতায় ফের চোখ রাঙাচ্ছে করোনা, কোভিড বিধি জারি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
কলকাতায় ফের চোখ রাঙাচ্ছে করোনা, কোভিড বিধি জারি

কলকাতা: ফের পশ্চিমবঙ্গে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়ছে। রাজ্যেজুড়ে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস।

ছড়িয়ে পড়ছে সংক্রমণ।  

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় রাজ্যটির স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫৩ জন। মৃত্যু হয়েছে একজনের। পজিটিভিটি রেট ১৪ দশমিক ৪ শতাংশ।

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে অ্য়াকটিভ কোভিড রোগীর সংখ্যা ১ হাজার ৯০২ জন। এরমধ্যে ৮২ জন হাসপাতালে ভর্তি। বাকিরা রয়েছেন হোম আইসোলেশনে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে করোনায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। তবে তাদের মধ্যে বেশিরভাগ বয়স্ক।  

কোমর্বিডিটির কারণেই করোনা পজিটিভ হওয়ার পর তাদের শারীরিক পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এই পরিস্থিতিতে ভিড় এড়াতে ও ফের মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী নিজেও এ বিষয়ে রাজ্যবাসীকে সতর্ক করেন।  

সপ্তাহের মাঝে করোনা সংক্রমণ বাড়তে দেখে কোভিড বিধি জারি করেছেন কলকাতা হাইকোর্ট। মাস্ক, স্যানিটাইজারের ব্যবহার ফিরেছে কলকাতায়।
 
অবশ্য পশ্চিমবঙ্গে টিকাকরণের হার বেশ ভালো। প্রথম দুটি ডোজ তো বটেই, বয়স্কদের অধিকাংশেরই বুস্টার ডোজ নেওয়া হয়ে গেছে।  

এরপরও চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, বয়স্করা ভিড় এড়িয়ে চলুন। সর্দি, কাশি, গলাব্যথা হলে অবহেলা নয়, চিকিৎসকের কাছে যেতে হবে।  

ছোটদেরও যথেষ্ট সতর্কতা প্রয়োজন থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। কারণ, সম্প্রতি শিশুদের মধ্যে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা গিয়েছিল। তারমধ্যে ফের রাজ্যে করোনার হানা।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
ভিএস/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।