ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

ত্রিপুরাজুড়ে শিক্ষক দিবস পালিত

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
ত্রিপুরাজুড়ে শিক্ষক দিবস পালিত

আগরতলা: ভারতের সঙ্গে ত্রিপুরা রাজ্য জুড়েও সোমবার (০৫ সেপ্টেম্বর) পালিত হয়েছে ৫৫তম শিক্ষক দিবস।
 
এদিন রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ভানু লাল সাহা, সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের মন্ত্রী বিজিতা নাথ, শিক্ষা দফতরের মন্ত্রী তপন চক্রবর্তী, ত্রিপুরা রাজ্যের মুখ্যসচিব ওয়াই পি সিং, বিদ্যালয় শিক্ষা দফতরের প্রধান সচিব ডা. রাকেশ সারবাল প্রমুখ।
  
অনুষ্ঠানে এ বছরের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্মান প্রদান করা হয় ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ বিদ্যালয় শিক্ষা দফতরের প্রাক্তন অধিকর্তা রণজিৎ দেবনাথকে। মুখ্যমন্ত্রী মানিক সরকার রণজিৎ দেবনাথের হাতে এ সম্মান তুলে দেন।  

পাশাপাশি এদিন অনুষ্ঠানে ১৭ জন শিক্ষক-শিক্ষিকা এবং ৫ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের তাদের কাজের উৎকর্ষতার জন্য সংবর্ধিত করা হয়।

ত্রিপুরা সরকারের বিদ্যালয় শিক্ষা দফতরের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যের প্রতিটি মহকুমা স্তরেও পালিত হচ্ছে শিক্ষক দিবসের অনুষ্ঠান।  

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।