ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

ত্রিপুরায় কমেছে শিশু মৃত্যুর হার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
ত্রিপুরায় কমেছে শিশু মৃত্যুর হার

আগরতলা: ত্রিপুরা রাজ্যে শিশু মৃত্যুর হার ক্রমশ কমছে। ২০১২ সালে যেখানে রাজ্যে শিশু মৃত্যুর হার ছিল ২৮ শতাংশ, ২০১৩ সালে তা নেমে দাঁড়ায় ২৬ শতাংশে।

২০১৪ সালে তা আরও কমে ২১ শতাংশে দাঁড়িয়েছে। অথচ ২০১৪ সালে জাতীয় ক্ষেত্রে এ হার ছিল ৪০ শতাংশ।  

শিশু মৃত্যু হার কমার ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে উত্তর-পূর্ব ভারতের আরও একটি রাজ্য নাগাল্যান্ড।

এজন্য নাগাল্যান্ডকে প্রথম পুরস্কার দেওয়া হয়েছে। আর দ্বিতীয় পুরস্কার পেয়েছে ত্রিপুরা।  

জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরার মিশন ডিরেক্টর ডা. শৈলেশ কুমার যাদব জানান, জাতীয় স্বাস্থ্য মিশন খাতের অর্থ সঠিকভাবে খরচ করায় জন্য ভারত সরকার ত্রিপুরাকে মোট বরাদ্দের ১ শতাংশ ইনসেন্টিভ দিচ্ছে।  
  
বাংলাদেশ সময়:  ১০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।