ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

সুষমার কিডনি প্রতিস্থাপন আগামী সপ্তাহে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
সুষমার কিডনি প্রতিস্থাপন আগামী সপ্তাহে

আগামী সপ্তাহে কিডনি প্রতিস্থাপন হতে পারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের। বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

কলকাতা: আগামী সপ্তাহে কিডনি প্রতিস্থাপন হতে পারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের। বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

চিকিৎসকরা বলছেন, গত ছয়মাস ধরে কিডনির সমস্যায় ভুগছেন সুষমা স্বরাজ। চলছে ডায়ালোসিস।

দিল্লির এইমস হাসপাতালে তার কিডনি প্রতিস্থাপন করা হবে। গত সপ্তাহেই কিডনিজনিত সমস্যা নিয়ে এইমস-এ ভর্তি হন তিনি।

চিকিৎসকরা জানান, কিডনি প্রতিস্থাপনের আগে যেসব শারীরিক পরীক্ষা নিরীক্ষা করতে হয়, সবই করা হয়েছে। তৈরি করা হয়েছে চিকিৎসকদের বিশেষ দল।

এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কিডনি বদলাতে হবে- জানার পর অনেকেই তাকে কিডনি দান করার ইচ্ছা প্রকাশ করেন।

তবে হাসপাতাল সূত্র জানায়, সম্ভবত কোনো আত্মীয়ের কিডনিই সুষমা স্বরাজের দেহে প্রতিস্থাপন হতে চলেছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।