ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

পরিবেশ রক্ষায় ‘পকেট ফরেস্ট’ কলকাতায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
পরিবেশ রক্ষায় ‘পকেট ফরেস্ট’ কলকাতায়

কলকাতা: কলকাতার পরিবেশ দূষণ নিয়ে শহরের নাগরিক থেকে প্রশাসন সবাই চিন্তিত। শহরে প্রতিনিয়তই বেড়ে চলছে দূষণের মাত্রা। সেই দূষণ থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা নিচ্ছে প্রশাসন। পরিকল্পনার সবশেষ সংযোজন ‘পকেট ফরেস্ট’।
 
 

কলকাতার উপকণ্ঠে গড়ে ওঠা উপনগরী নিউটাউনে প্রথম এ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেখানে জনবসতির মধ্যেই কিছুটা জায়গা বের করে বনায়ন তৈরি করা হবে।

নিউটাউন কর্তৃপক্ষ ‘নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি’ এ বিষয়ে এরইমধ্যে কাজ শুরু করেছে।

পশ্চিমবঙ্গ সরকারের গ্রিন সিটি মিশনের অংশ হিসেবে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে।
 
যদিও প্রথম থেকেই কলকাতা সংলগ্ন গড়ে ওঠা উপনগরীগুলোতে পরিবেশের দিকে নজর রাখা হয়েছে। সেখানে গড়ে উঠেছে ‘ইকো পার্ক’র মতো একাধিক প্রকল্প। কিন্তু ‘পকেট ফরেস্ট’ নির্মাণ স্থায়ী পরিবেশ রক্ষার ক্ষেত্রে যথেষ্ট উপযোগী হয়ে উঠতে পারে।
 
মনে করা হচ্ছে এ প্রকল্প সফল হলে আগামী দিনে পুরো কলকাতাতেও এ ধরনের প্রকল্প গ্রহণ করা হতে পারে। পরিবেশবিদরা মনে করছেন ‘পকেট ফরেস্ট’ শহরের দূষণের বিরুদ্ধে একটি দিকদর্শী পদক্ষেপ হিসেবে কাজ করবে।  

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।