মঙ্গলবার (১৪ মার্চ) হাসপাতাল থেকে একটি শিশু চুরি গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার পর আতঙ্কে শিশুদের নিয়ে হাসপাতাল ছাড়তে শুরু করেছেন অভিভাবকেরা।
জানা গেছে, এক শিশুর মা অসুস্থ থাকায় অন্য এক নারী শিশুটিকে পোলিও টিকা খাওয়াতে নিয়ে যান। তারপর থেকে তাদের আর খুঁজে পাওয়া যায়নি।
এদিকে শিশু চুরির ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা নষ্ট ছিল বলে জানা গেছে।
এই ঘটনার পর হাসপাতালে উত্তেজনার সৃষ্টি হয়। হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের আত্মীয়রা বিক্ষোভ শুরু করেন। এসময় পুলিশের সঙ্গে তাদের হাতাহাতি হয়। পরে উত্তেজিত জনতাকে সামাল দেয় পুলিশ।
এর আগে কলকাতায় বেশ কয়েকটি শিশু পাচারচক্র আলোচনায় আসে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় সদ্যোজাত শিশুদের। শিশু পাচারের সঙ্গে যুক্ত কিছু বেসরকারি নার্সিং হোম এবং চিকিৎসকের নাম বেরিয়ে আসে। এরপর মেডিকেল কলেজ হাসপাতালের এই ঘটনা কলকাতাজুড়ে আতঙ্কের সৃষ্টি করেছে।
কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দফতরে রিপোর্ট পাঠানো হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যায়নি। ঘটনার সঙ্গে জড়িত কাউকে চিহ্নিতও করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এসএস/আরআর/জেএম