ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

পশ্চিমবঙ্গে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, জুন ৫, ২০১৭
পশ্চিমবঙ্গে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন পরিবেশ দিবসের একটি কর্মসূচিতে অতিথিরা। ছবি: বাংলানিউজ

কলকাতা: পশ্চিমবঙ্গে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। 

এ উপলক্ষে সোমবার (৫ জুন) রাজ্যের প্রতিটি জেলায় সরকারি-বেসরকারিভাবে বৃক্ষ রোপণসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়।  

কলকাতাসহ বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের হাতে গাছের চারা তুলে দেন সরকারের মন্ত্রীসহ কর্মকর্তারা।

 

গোলপার্ক এলাকায় এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নাগরিকদের হাতে গাছ তুলে দেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র ইন কাউন্সিল মালা রায়, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তসহ বিশিষ্ট ব্যক্তিরা।

সরকার উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ ও বৃক্ষচারা বিতরণ করা হয়। বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও এদিন সকাল থেকেই চলে বৃক্ষরোপণসহ নানা সচেতনতামূলক কর্মসূচি।

বাংলাদেশ সময়: ০৪০৯ ঘণ্টা, জুন ০৬, ২০১৭
এসএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।