ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

হাওড়া ব্রিজের কাছে ভয়াবহ আগুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
হাওড়া ব্রিজের কাছে ভয়াবহ আগুন হাওড়া ব্রিজের কাছে ভয়াবহ আগুন, ছবি: বাংলানিউজ

কলকাতা: বড়সড় অগ্নিকাণ্ড কলকাতার বড় বাজারে। হাওড়া ব্রিজ সংলগ্ন আর্মেনিমান ঘাটের আশপাশে আগুন ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে কাজ করছে দমকলের ২০টি ইউনিট। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

মঙ্গলবার (০৭ নভেম্বর) রাতে আগুন লাগে হাওড়া ব্রিজ সংলগ্ন আর্মেনিমান ফেরিঘাটের কাছের এক গুদামে। যা বিশালভাবে ছড়িয়ে পড়ে।

ডিজেল মজুতসহ একাধিক দাহ্য রাসায়নিক পদার্থ থাকায় গুদামে আগুন ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনি।

তীব্রতা এতোটাই বেশি যে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে আরও কিছু দমকলের ইউনিট লাগবে বলে মনে করা হচ্ছে। সময়ের অভাবে গঙ্গায় পাম্প বসিয়ে পানি সরবাহ করা হচ্ছে।

গঙ্গায় চলাচলকারী লঞ্চ এবং সরকারি জলযানগুলোর জন্য প্রয়োজনীয় ডিজেল মজুত করে রাখা হতো ওই গুদামে। বিপুল পরিমাণ ডিজেল মজুত ছিল। ডিজেলে ঠাসা গুদামে আগুন খুব অল্প সময়ের মধ্যেই মারাত্মক আকার নেয়। প্রাথমিক অবস্থাতেই দমকলের আটটি ইউনিট পাঠানো হয়। পরে বাড়ানো হয় সংখ্যা। ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবেলা দল। সঙ্গে কাজে নেমেছে গঙ্গাবক্ষে মেট্রোর কাজের মজুররা।

এছাড়াও পরিদর্শন করেছেন দমকল মন্ত্রী ও বড় কর্মকর্তারা, নগরপাল রাজীব কুমার, কলকাতার মেয়র প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
ভিএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।