ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

সংবাদ সম্মেলন করলেন না মমতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪১ ঘণ্টা, মে ২৩, ২০১৯
সংবাদ সম্মেলন করলেন না মমতা মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: বাংলানিউজ

কলকাতা: বিগত সব নির্বাচনের ফলাফল ঘোষণার পর সংবাদ সম্মেলন করেছেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার ফল প্রকাশের পর আর সংবাদ সম্মেলন করলেন না তিনি।

বৃহস্পতিবার (২৩ মে) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলন করার কথা ছিল মমতার। দেশ-বিদেশের বহু সাংবাদিক এ সংবাদ সম্মেলনের জন্য অপেক্ষা করছিলেন।

প্রায় দুই ঘণ্টার বেশি অপেক্ষা করার পর তৃণমূল নেতা ফিরাদ হাকিম জানিয়ে দেন, তৃণমূল সুপ্রিমো আজ আর সংবাদ সম্মেলন করবেন না।

এদিন বিকেলে দেখা গেছে, কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের রাস্তা সম্পূর্ণ ফাঁকা। সেখানে দলীয় কর্মীদের পতাকা, আবির ইত্যাদি নিয়ে আসতে নিষেধ করা হয়েছে বলে জানা গেছে।

তৃণমূল সভানেত্রী যা বলার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারেই বলবেন বলে জানিয়েছেন তার নিরাপত্তা রক্ষীরা।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মে ২৩, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।