ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

দূষণ নিয়ন্ত্রণে পদক্ষেপ, প্রশংসা পেলো পশ্চিমবঙ্গ সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
দূষণ নিয়ন্ত্রণে পদক্ষেপ, প্রশংসা পেলো পশ্চিমবঙ্গ সরকার

কলকাতা: পশ্চিমবঙ্গের দূষণ নিয়ন্ত্রণে রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করলো ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি)। একইসঙ্গে ২০২০ সালের মধ্যেই রাজ্যের গঙ্গা নদীর দূষণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছে এনজিটি।

রাজ্য সরকার সূত্রে জানা গেছে, বিশেষ করে বায়ুদূষণ এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় (সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট) ক্ষেত্রে রাজ্যের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন এনজিটি।

পাশাপাশি চলতি বছরের মধ্যেই গঙ্গার দূষণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা রাজ্যের সরকারি কর্তাদের জানিয়েছে এনজিটি।

শনিবার (১৮ জানুয়ারি) রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র বলেন, দূষণ নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গের ইতিবাচক ভূমিকার কথা স্বীকার করেছে এনজিটি। চার বছর ধরে রাজ্যে বায়ু দূষণ দেশে সবচেয়ে কম। অবশ্য এবার সবথেকে কম। কারণ আমরা এই ইস্যুতে একাধিক পদক্ষেপ নিয়েছি।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
ভিএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।