ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

অর্থনৈতিক দেশগুলোর তালিকায় পিছিয়ে পড়ছে ভারত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
অর্থনৈতিক দেশগুলোর তালিকায় পিছিয়ে পড়ছে ভারত

কলকাতা: দ্বিতীয়বার ক্ষমতায় এসে মোদী সরকার ঘোষণা দিয়েছিল পাঁচ ট্রিলিয়ন অর্থনীতিতে ভারতকে পৌঁছে দেওয়া হবে। কিন্তু গত ছয় বছরের শাসনে অর্থনৈতিক হাল ধীরে ধীরে বেহাল হচ্ছে বলে বারবার সোচ্চার হয়েছিলেন অর্থনীতিবিদ অর্মত্য সেনের মতো অনেকে।

এবার সেই পথে হাঁটল ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড (আইএমএফ)। সংস্থাটি জানিয়েছে, অর্থনৈতিক উন্নয়নশীল দেশগুলোর তালিকায় ক্রমশ পিছিয়ে পড়ছে ভারত।

আইএমএফ অর্থাৎ আন্তর্জাতিক অর্থনৈতিক তহবিলের তথ্য অনুযায়ী, প্রতিবছরে প্রায় তিনমাস অন্তর ভারতের অর্থনীতির মান পড়ছে। পতন হতে হতে একেবারে তলানিতে এসে ঠেকেছে। এখনই পতন থেকে বাঁচতে দেশটির সরকারকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে বলেছে আইএমএফ। কারণ অর্থনীতির পতনের কারণে ধনীরা আরও ধনী হয়েছে। এবং ধনী দরিদ্রের ফারাক প্রকট হয়েছে। সেই ফারাক মেটানো এখুনি অসম্ভব। জিডিপি বৃদ্ধি কমেছে। মুদ্রাস্ফীতি বিপুল পরিমাণে বেড়েছে। এমনকি ইন্ডিয়ান রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআইয়) দেওয়া মাত্রা অতিক্রম করেছে মুদ্রাস্ফীতি। এমনই কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে দেশটির। তবে হাল ধরলে খুব দ্রুত গতিতে উন্নতি হবে বলে সংস্থাটি জানায়।

তবে যাইহোক, দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরেই পাঁচ ট্রিলিয়ন অর্থনীতির দেশে ভারতেকে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী সরকার। দেশটির যা হাল তাতে সেটা একেবারেই সম্ভব নয় বলে মনে করছেন আইএমএফ।  

এমনকী দেশটির আর্থিক সংকট এতোটাই প্রবল আকার নিয়েছে যে রিজার্ভ ব্যাংতের তহবিলে হাত পড়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ২০ জানুয়ারি, ২০২০
ভিএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।