ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

আবারও তাপমাত্রা কমবে কলকাতায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
আবারও তাপমাত্রা কমবে কলকাতায়

কলকাতা: এখনই যাচ্ছে না শীত, আবারও কমবে তাপমাত্রা। বাড়বে ঠাণ্ড থাকবে ঘন কুয়াশা এমনটাই জানিয়েছে কলকাতার আবহাওয়া দফতর।

আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে সর্বনিম্ম তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমবে। এরফলে ফের জাঁকিয়ে পড়বে শীত।

তবে বৃহস্পতিবার কিছুটা বাড়বে তাপমাত্রা। সপ্তাহের ওই দিনটা হেরফের হতে পারে তাপমাত্রার।  ওইদিন এবং পরদিন শুক্রবার কলকাতায় হতে পারে বৃষ্টি।

এছাড়া দার্জিলিংসহ রাজ্যের উত্তরের জেলাগুলোতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা আছে সিকিমে।

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, জানুয়ারী ২০, ২০২০
ভিএস/এনটি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।