ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

কলকাতায় ৩য় বারের মতো বাংলাদেশ চলচ্চিত্র উৎসব শুরু ১৮ মার্চ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
কলকাতায় ৩য় বারের মতো বাংলাদেশ চলচ্চিত্র উৎসব শুরু ১৮ মার্চ কলকাতার নন্দন প্রেক্ষাগ্রহ। ছবি: বাংলানিউজ

কলকাতা: তৃতীয়বারের মতো কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। ১৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া চারদিনের এ উৎসব তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের প্রেস শাখার প্রথম সচিব ড. মোফাখখারুল ইকবাল এ তথ্য জানান।

তিনি বলেন, এবারের উৎসবে ৫০টির মতো বাংলাদেশি সিনেমা কলকাতাবাসীর জন্য আনা হচ্ছে।

১৮ মার্চ থেকে শুরু হয়ে এ উৎসব ২১ মার্চে শেষ হবে।

কলকাতার নন্দন-১ প্রেক্ষাগ্রহে উৎসবের উদ্বোধন করা হবে বলে জানান ড. মোফাখখারুল ইকবাল। নন্দনের অন্য প্রেক্ষাগ্রহ ছাড়াও শিশির মঞ্চের প্রেক্ষাগ্রহে উৎসবের চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।