ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

করোনায় উদ্বেগ বাড়ছে কলকাতায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
করোনায় উদ্বেগ বাড়ছে কলকাতায়

কলকাতা: ভারতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত এ ভাইরাসে মারা গেছে দুজন। মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, রাজস্থান, কেরালা, কর্ণাটকসহ ১৩ রাজ্যে আক্রান্ত মোট ১১০ জন। এদের মধ্যে ৯০ জনই ভারতীয়। যদিও এরই মাঝে চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে ১০ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু সার্বিক পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে কেন্দ্রীয় সরকারের। 

এ মুহূর্তে করোনা ভাইরাসে অধিক ভুক্তভোগী চীন, ইতালি, ইরান, স্পেন, ফ্রান্স, জার্মানি ও কোরিয়ার মতো দেশগুলো থেকে ভারতে আসা লোকজনের গতিবিধির ওপর নজর রাখাই সরকারের কাছে বড় চ্যালেঞ্জ। পরিস্থিতি মোকাবিলায় পাঞ্জাব, হিমাচল প্রদেশ ও মহারাষ্ট্রের বেশ কয়েকটি জেলায় এরই মাঝে ১৪৪ ধারা জারি করে লোকজনের একসঙ্গে চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ রুখতে মানুষকে সচেতন করার পাশাপাশি সন্দেহভাজনদের গতিবিধি খেয়াল রাখতে পুলিশ প্রশাসনকেও মাঠে নামানো হয়েছে। সন্দেহভাজনরা সরকারি নির্দেশ মেনে ১৪ দিন আইসোলেশনে থাকছেন কি না, তা নজরে রাখা হচ্ছে। আর তা করতে গিয়ে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে।

জমায়েত থেকে এই রোগ ছড়ালে অন্য অনেক দেশের মতো ভারতেও তা মহামারীর আকার নিতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) ডিজি ডা. বলরাম ভার্গব।  

সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্সরা করোনা ওয়ার্ডের ডিউটি এড়াতে চাইছেন বলেও অভিযোগ উঠছে। এসবের জেরে করোনার চিকিৎসা পরিকাঠামো নিয়ে চিন্তিত সরকার।  

এদিকে করোনার হুমকি মোকাবিলায় পশ্চিমবঙ্গসহ প্রায় সব রাজ্যেই সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। কলকাতায় বন্ধ করে দেওয়া হয়েছে জিম, সুইমিং পুল। রাজ্যের হাইকোর্টও কড়া নিরাপত্তা জারি করেছে। জরুরি মামলা ছাড়া সব ধরনের মামলার শুনানি বন্ধ করে দেওয়া হয়েছে।

করোনা আতঙ্কে সরকারি নোটিশ না থাকলেও বাস, মেট্রোতে লোক চলাচলে আমূল পরিবর্তন এসেছে। এ ধরনের যানবাহনগুলোতে বর্তমানে মানুষের সমাগম নেই বললেই চলে। প্রেক্ষাগৃহ, শপিং মল, বাজার-হাট, এমনকী কলকাতার পথেও খুব কম লোক চলাচল করছে।  

সরকারিভাবে অলিখিত নোটিশে বলা হয়েছে, খুব প্রয়োজন না হলে অহেতুক কেউ যেন বাসা থেকে বের না হন। মানুষের জটলা যাতে না হয়, সেদিকে নজ রাখতেই এমন নির্দেশ দিয়েছে মমতা সরকার। এর বাইরে পশ্চিমবঙ্গকে ঘিরে রাখা রাজ্যগুলোর সীমান্তে চলছে চেকিং। পরীক্ষার পর প্রবেশ করতে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে।

এদিকে করোনায় কী কী করণীয় নিউমার্কেটসহ কলকাতা শহরের বাজারগুলোতে পথে পথে লোকজনকে তা অবহিত করছে পুলিশ ও সমাজসেবীরা। করোনা প্রতিরোধের অংশ হিসেবে এ সপ্তাহের শেষে বাজারে আসছে পর্যাপ্ত পরিমাণ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার। এছাড়া কালোবাজারি রুখতে প্রতিটি মাস্কের গায়ে সরকার মূল্য নির্ধারণ করে দিচ্ছে।  

যদিও এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে কারও করোনা আক্রান্তে খবর পাওয়া যায়নি। তারপরও উদ্বেগ রয়েছে রাজ্যে বিশেষ করে রাজধানী কলকাতায়।  

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
ভিএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।