কলকাতা: পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গত ২৪ ঘণ্টায় ৯৮৬ জন আক্রান্ত হয়েছেন। ফলে একদিনে করোনা আক্রান্ত সংখ্যার নিরিখে যা এখনও সর্বোচ্চ।
এ নিয়ে বুধবার (৮ জুলাই) পর্যন্ত মোট করোনা আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৮২৩ জন।
এছাড়া রাজ্য স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত্যু বেড়ে হয়েছে ৮২৭ জন দাঁড়িয়েছে।
এছাড়া করোনাকে হারিয়ে গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ৫০১ জন। সবমিলিয়ে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ হাজার ২৯১ জন। বর্তমানে রাজ্যের সুস্থতার হার ৬৫ দশমিক ৬২ শতাংশ।
সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড-১৯ এ আক্রান্ত সংখ্যা ২ হাজার ৮১৪ জন। এরপরই রয়েছে উত্তর ২৪পরগনায় ১হাজার৭০৮, হাওড়ায় ৮৬৯, দক্ষিণ ২৪পরগনা ৭৪৭ ও হুগলিতে ৩৪৪ জন।
অপরদিকে ভারতে দৈনিক করোনা সংক্রমণের হারও ঊর্ধ্বমুখী। লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকের দেওয়া রিপোর্ট অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৭৫২ জন ও মৃত্যু হয়েছে ৪৮২ জনের।
ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ৪২ হাজার ৪১৭ জন। করোনার জেরে প্রাণ গিয়েছে মোট ২০ হাজার ৬৪২ জনের। তবে এখনো সুস্থতার সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ৮৩১। যা আশার আলো দেখাচ্ছে ভারতের স্বাস্থ্য কর্তাদের।
বাংলাদেশ সময়: ০৩৫৮ ঘণ্টা, জুলাই ০৯, ২০২০
ভিএস/আরএ