ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

ত্রিপুরায় অনাড়ম্বর বড়দিন উদযাপিত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
ত্রিপুরায় অনাড়ম্বর বড়দিন উদযাপিত 

আগরতলা (ত্রিপুরা): করোনা পরিস্থিতির কারণে এ বছর ত্রিপুরা রাজ্যে স্বল্প পরিসরে পালিত হচ্ছে বড়দিন।

রাজ্যের সবচেয়ে বড় ক্রিস্টমাস উৎসব উদযাপিত হয় রাজধানী আগরতলার পার্শবর্তী মরিয়মনগর গির্জাতে।

এখানে প্রতি বছর বড়দিন উপলক্ষে দুই দিনব্যাপী মেলার আয়োজন করা হয়। তবে চলতি বছর করোনাভাইরাসের কারণে গির্জা কমিটি মেলা বাতিল করেছে। সেই সঙ্গে গির্জায় আশা দর্শনার্থীদের শারীরিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে বলা হয়েছে।

বড়দিন উপলক্ষে শুক্রবার (২৫ ডিসেম্বর) আগরতলা লিচুবাগানস্থ ক্যাথিড্রাল গির্জাতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এই প্রার্থনায় ত্রিপুরা সরকারের বনদপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া ও তার স্ত্রী উপস্থিত ছিলেন।

গির্জার ফাদার জোসেফ মন্টেলু বলেন, বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করা হয়েছে। সেই সঙ্গে বর্তমান করোনা বিপর্যয় কাটিয়ে পৃথিবী আবার যেন স্বাভাবিক হয়ে ওঠে সেই প্রার্থনা করা হয়েছে প্রভু যীশুর কাছে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
এসসিএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।