ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মমতাকে কটাক্ষ দিলীপ ঘোষের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মমতাকে কটাক্ষ দিলীপ ঘোষের

কলকাতা: ‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান, সেটা ব্যবহার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসলে ‘গ্রেটার বাংলাদেশ’ তৈরি করতে চাইছেন। নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্টার দিয়ে এভাবে কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

এ বক্তব্য প্রকাশ করার পরেই পশ্চিমবঙ্গে  এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

প্রসঙ্গে বাঙালি বিদ্বজ্জনের একাংশ বলেন, বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলামের ‘পূর্ণ-অভিনন্দন’, কবিতা থেকে নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের সময় এ স্লোগান মুক্তির স্লোগান হিসেবে উঠে এসেছিল।

দিলীপ ঘোষের এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ খুলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘রাজ্য বিজেপি তো গ্রেটার তৃণমূল হয়ে গিয়েছে, তাই মানসিক অবসাদে ভুগছেন দিলীপ বাবু। এটা রাজনৈতিক দেউলিয়াপনার বহিঃপ্রকাশ।

তিনি বলেন, পশ্চিমবঙ্গ ভারতের একটি রাজ্য এবং বাংলাদেশ একটি সার্বভৌম দেশ। দুই বাংলার মধ্যে সাংস্কৃতিক সম্পর্কের শিকড় অনেক গভীরে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা, দিলীপবাবু হয়তো কোনোদিন বলে বসবেন রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু বলে তার লেখা সঙ্গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে।

এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ খুলেছে বামেরাও। বামেদের পক্ষ থেকে বলা হয়েছে পাগলের প্রলাপ, তৃণমূল- বিজেপি কেউই বলছে না ক্ষমতায় এলে কী করবে? তারা একে অপরের দল ভাঙানো নিয়ে ব্যস্ত। কোনো প্রতিশ্রুতি নেই রাজ্যবাসীর জন্য।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
ভিএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।