কলকাতা: পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন এখনো আনুষ্ঠানিক ফল ঘোষণা না করলেও বেসরকারি ফলাফলে নন্দীগ্রামে জয়ী শুভেন্দু অধিকারী। তবে কমিশন বলছে ভোট পুনর্গণনা চেয়েছেন মমতা।
এরই মধ্যে একবার শোনা যায় মমতা জিতেছেন, একবার শুভেন্দু। এখন প্রশ্ন নন্দীগ্রামে হারলেও কি মুখ্যমন্ত্রী হতে পারবেন মমতা? এমন প্রশ্ন ঘুরছে সবার মধ্যে।
ভারতীয় নির্বাচনের সংবিধান বলছে, মমতা সরকারও গঠন করতে পারবেন। মুখ্যমন্ত্রীও হতে পারবেন। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী ছয় মাসের মধ্যে অন্য কোনো আসন থেকে জিততে হবে। তবেই তিনি মুখ্যমন্ত্রীর পদ ধরতে রাখতে পারবেন। যাকে বলা হয়, ‘অ্যাক্টিং চিফ মিনিস্টার। ’ তখনও যদি হারেন দল সিদ্ধান্ত নেবে কাকে করা হবে মুখ্যমন্ত্রী।
মুর্শিদাবাদ জেলায় সামশেরগঞ্জ ও জঙ্গিপুর, দুই আসনে ভোট হবে ১৬ মে। ওই দুই কেন্দ্রে সংযুক্ত মোর্চার দুই প্রার্থী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। সে কারণেই ভোট পিছিয়েছে নির্বাচন কমিশন। হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় ওই দু’টি আসনের মধ্যে কোনো একটি বেছে নিতে পারেন অথবা তার কোনো পছন্দের আসন থেকেও তিনি প্রার্থী হতে পারেন। সেক্ষেত্রে তৃণমূলের বিজয়ী কোনো বিধায়ককে জেতা আসন থেকে পদত্যাগ করতে হবে।
তবে শোনা যাচ্ছে. নিজের গড় অর্থাৎ দক্ষিণ কলকাতার ভবানীপুর কেন্দ্র থেকে ফের ভোটে দাঁড়াতে পারেন মমতা বন্দোপাধ্যায়।
আরো পড়ুন>>
**হারের ক্ষোভ বিজেপি শিবিরে, মোদী-অমিত শাহর দিকে আঙুল
**লজ্জাজনক হারের পথে অভিনেত্রী শ্রাবন্তী
**বিজেপির প্রার্থী অভিনেত্রী পায়েল সরকারও হেরেছেন
**দিদির মুখে হাসি ফোটাতে পেরে খুশি লাভলি মৈত্র
**দিদির মুখে হাসি ফোটাতে পেরে খুশি লাভলি মৈত্র
**তৃণমূলের হয়ে চিরঞ্জিত চক্রবর্তীর হ্যাট্রিক বিজয়
**হেরে গেলেন রুদ্রনীল ঘোষ
**প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েই জিতলেন অদিতি মুন্সি
**বাংলাদেশি আর রোহিঙ্গারা মমতার বড় শক্তি: কঙ্গনা
**তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ পরাজিত
**বাঙালি প্রমাণ করল, আমাদের কেনা যায় না: নচিকেতা
**নিরঙ্কুশ জয়ের পথে মমতার তৃণমূল
**নন্দীগ্রামে শেষ রাউন্ডের ভোট গণনা শুরু, ৬০০ ভোটে এগিয়ে মমতা
নন্দীগ্রামে ৬ ভোটে পিছিয়ে মমতা
নন্দীগ্রামে ফের পিছিয়ে গেলেন মমতা
সব ঠিক থাকলে মমতাই ফের ক্ষমতায়
নন্দীগ্রামে ৩৩২৭ ভোটে এগিয়ে মমতা
নবম রাউন্ডেও এগিয়ে তৃণমূল, সমর্থকদের উল্লাস
তৃণমূল এগিয়ে, নন্দীগ্রামে পিছিয়ে মমতা
তৃতীয় রাউন্ডের গণনা শেষে এগিয়ে তৃণমূল
পোস্টাল ব্যালটে এগিয়ে তৃণমূল, খোলা হয়নি ইভিএম
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, মে ০২, ২০২১
ভিএস/এএ