ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

পশ্চিমবঙ্গে কমলো শনাক্তের সংখ্যা, মৃত্যু ১২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫১ ঘণ্টা, আগস্ট ৯, ২০২১
পশ্চিমবঙ্গে কমলো শনাক্তের সংখ্যা, মৃত্যু ১২

কলকাতা: পশ্চিমবঙ্গে ৭০০-এর নিচে নামলো করোনা শনাক্তের সংখ্যা। রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৬৭৫ জন।

পাশাপাশি কমলো দৈনিক মৃত্যুও।

রোববার (৮ আগস্ট) সন্ধ্যায় স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী করোনা শনাক্তের হার নামলো ১ দশমিক ৫ শতাংশের নিচে। পাশাপাশি এদিন রাজ্যে করোনা আক্রান্ত অবস্থায় ১২ জনের মৃত্যু হয়েছে।

রাজ্যের নিরিখে সব থেকে বেশি মৃত্যু হয়েছে নদিয়া জেলায়। সেখানে একদিনে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে তিনজনের। কলকাতায় একজনের। সব মিলিয়ে রাজ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৮ হাজার ২২৯ জন। রোববার রাজ্যে সুস্থ হয়েছেন ৭৬৩ জন।

তবে তাতেও উদ্বেগ কমছে না বিশেষজ্ঞদের। প্রত্যেকে দু’টি করে টিকা না পাওয়া পর্যন্ত করোনাবিধি মেনে চলতে বলছেন তারা।

এদিন রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৪৬ দশমিক ৫ হাজার। তার মধ্যে ৬৭৫ জনের করোনা শনাক্তের সন্ধান মিলেছে। উত্তর ২৪ পরগনায় সংক্রমণ ৭৭ জন, দার্জিলিংয়ে ৬৯জন, কলকাতায় ৬৮ জন, নদিয়ায় ৬৩ ও জলপাইগুড়িতে ৬০ জন।

বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২১
ভিএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।