কলকাতা: অত্যন্ত আড়ম্বরের সঙ্গে রোবাবর (১৫ আগস্ট) সারা ভারতজুড়ে উদযাপিত হচ্ছে ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস।
৭৫ বছর আগে এই দিনে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে ভারতবর্ষ।
দিবসটি উপলক্ষে এই প্রথমবার ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রতীক ভিক্টোরিয়ায় উড়ানো হলো ৭ হাজার ৫০০ স্কয়ার ফুটের পতাকায়।
বছরে দুই বার ভিক্টোরিয়া মেমোরিয়ালে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে ও ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে। তবে, এই প্রথমবার বিরাট আকারের জাতীয় পতাকা শোভা পেয়েছে রানি ভিক্টোরিয়ার স্মৃতিসৌধে।
এই পতাকা বানিয়েছে দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়।
ভিক্টোরিয়ার দায়িত্বপ্রাপ্ত জয়ন্ত সেনগুপ্ত বলেন, ‘ভিক্টোরিয়া ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রতীক। ভারতের ৭৫তম স্বাধীনতা বার্ষিকীকে সম্মান জানাতেই সেই প্রতীককে ঢাকা হয়েছে জাতীয় পতাকায়। ’
অন্যদিকে, করোনা সম্পর্কিত যাবতীয় স্বাস্থ্যবিধি মেনেই দিল্লির লালকেল্লায় উদযাপিত হয়েছে স্বাধীনতা দিবস। স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় লালকেল্লায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর জাতীর উদ্দেশ্যে ভাষণ দেন তিনি।
এছাড়া কলকাতার রেডরোডে জাতীয় পতাকা উত্তোলন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
তিনি রাজ্যের বিশিষ্ট পুলিশ কর্মকর্তাদের সরকারিভাবে সম্মান প্রদান করেন।
দিনটি উপলক্ষে কলকাতার রেডরোডে প্যারেড অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
ভিএস/এএটি